আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক যুদ্ধ আবহ। পরিস্থিতি বিচারে বৃহস্পতিবারেই যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছিল বিমানসংস্থাগুলি। শুক্রবার সকালে বিমান সংস্থা ইন্ডিগো জানিয়ে দিল, বর্তমান পরিস্থিতি বিচারে শুক্র এবং শনি, অর্থাৎ নয় এবং ২০ মে দেশের একাধিক জায়গায় এই সংস্থার বিমান চলাচল বন্ধ থাকবে।

 

আরও পড়ুন: তিন ঘণ্টা আগে পৌঁছতেই হবে এয়ারপোর্টে, ভারত-পাক উত্তেজনার মাঝেই একাধিক নির্দেশ দিল এয়ারলাইন্স সংস্থাগুলি

ইন্ডিগো বিবৃতি দিয়ে জানিয়েছে, এই দু' দিন শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড়, ধর্মশালা, বিকানের, যোধপুর, কিষাণগড়, রাজকোট যাওয়া এবং আসার সমস্ত বিমান বাতিল করছে এই সংস্থা। বিমান সংস্থা বর্তমান পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। পরবর্তী আপডেট বিবৃতির মাধ্যমে যাত্রীদের জানিয়ে দেবে সংস্থা, জানানো হয়েছে তা।

 

?ref_src=twsrc%5Etfw">May 9, 2025

 

 

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ভারতের একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। কিন্তু ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্সের কাছে শত্রু দেশের হামলা কার্যত ধোপে টেকেনি। কিন্তু পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হওয়ার কারণে দেশের সব বিমানবন্দরে যাত্রীদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা বাধ্যতামূলক করল ভারত সরকার। সিভিল অ্যাভিয়েশনের তরফে জানানো হয়, যাত্রীদের সুরক্ষা এবং দেশের নিরাপত্তার স্বার্থে সমস্ত বিমানবন্দর এবং এয়ারলাইন্সগুলিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণ! শুক্র সকালে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে রাজনাথ

বিমান সংস্থাগুলিও বৃহস্পতিবার আরতেই নির্দেশিকা জারি করে জানায়, সব যাত্রীকে এখন থেকে বোর্ডিংয়ের আগেই অতিরিক্ত পরীক্ষা করতে হবে। বিমানবন্দরে প্রবেশের আগে প্রতিটি গাড়ি পরীক্ষা করা হবে। সমস্ত যাত্রীর আইডি চেক এবং ব্যাগ স্ক্যান করা হবে।

এয়ার ইন্ডিয়ার তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানানো হয়, সিভিল অ্যাভিয়েশনের তরফে বিশেষ নির্দেশ পাওয়ার পরেই যাত্রীদের অন্তত বিমানের সময়ের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছতে হবে। বিমান ছাড়ার ৭৫ মিনিট আগে বন্ধ হয়ে যাবে চেক-ইন। একই পোস্ট করা হয় ইন্ডিগোর তরফেও। তারপরেই সংস্থা শুক্রবার সকালে পরবর্তী পদক্ষেপের কথা জানায়।