আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রাতে ফের ভারতের অসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালাল পাকিস্তান। জানা যাচ্ছে, কাশ্মীরের উরি এবং পুঞ্চ সেক্টরে সীমান্তের ওপার থেকে পরপর ফায়ারিং করতে থাকে পাক সেনা। জম্মু বিমানবন্দরে লাগাতার বাজতে থাকে সাইরেন। উরি, পুঞ্চ সেক্টরের পর জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলাতেও হামলার খবর মিলেছে। জানা গিয়েছে, কুপওয়াড়ার কার্না এবং টাংধার সেক্টরে শেলিং করেছে পাক সেনা। জানা গিয়েছে, মর্টার নিয়ে হামলা চালানো হচ্ছে লাইন অফ কন্ট্রোলের এপারে। 

উল্লেখ্য, বৃহস্পতিবারে পাকিস্তানের হামলার ঘটনায় পাল্টা জবাব দিয়েছে ভারত। এদিন সেনার তরফে সাংবাদিক সম্মেলনও করা হয়। ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং জানান, ‘৮ এবং ৯ মে রাতে পাকিস্তান সেনাবাহিনী পশ্চিম সীমান্তজুড়ে একাধিকবার ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে। তাদের উদ্দেশ্য ছিল ভারতের সামরিক এলাকাগুলিতে হামলা চালানো’। তিনি আরও বলেন, ‘পাকিস্তান সেনা এলওসি-এর দিকেও আর্টিলারি হামলা চালিয়েছে।

সীমান্তে ব্যাপক সংখ্যক ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে। সীমান্ত ও লাইন অফ কন্ট্রোল বরাবর লেহ থেকে শুরু করে সির ক্রিক পর্যন্ত প্রায় ৩৬টি জায়গায় ৩০০ থেকে ৪০০টি ড্রোন ও অন্যান্য প্রযুক্তিগত উপায়ে অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে’।

সাংবাদিক সম্মেলনে সেনার তরফে জানানো হয়, ‘এই হামলার মূল উদ্দেশ্য ছিল ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করে দেখা ও ভিতরের তথ্য সংগ্রহ করা’। এমনকি, ভাতিন্ডা এয়ারবেসকে লক্ষ্য করেও হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স তৈরি থাকায় তা মুহূর্তেই নিষ্ক্রিয় করা হয়। তবে ছেড়ে কথা বলেনি ভারত। এদিন সেনার তরফে জানানো হয়, জবাবে পাকিস্তানের চারটি ডিফেন্স এয়ারবেসে হামলা চালায় ভারত। একটি ড্রোন সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় শত্রু দেশের এডি রাডার।