-জকাল ওয়েবডেস্ক: বহু বেছে অনেকেই ব্যবহার করে থাকেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। কিন্তু তার মাঝেই যদি অস্তিত্ব মেলে ভাইরাসের! তেমনটাই ঘটছে, সম্প্রতি একটি গবেষণায় উঠে আসা তথ্য বাড়াচ্ছে আতঙ্ক।

 

 

কী বলছে ওই গবেষণা? সম্প্রতি নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকরা মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত শাওয়ার হেড এবং টুথব্রাশের নমুনা পরীক্ষা করেন। মোট ৯২টি শাওয়ার হেড এবং ৩৪টি টুথ ব্রাশের নমুনার পরীক্ষা করা হয়। তাতে যে তথ্য সামনে এসেছে, অবাক হয়েছেন গবেষকরাও।

 

একগুচ্ছ নমুনা পরীক্ষা করার পর, তাতে ৬০০-এর বেশি ভাইরাসের খোঁজ মিলেছে বলে খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। স্বাভাবিক ভাবেই এই তথ্য প্রকাশ্যে আশায় পর উদ্বেগ শুরু হয়। যদিও বিজ্ঞানীরা জানিয়েছেন, যেসব ভাইরাসের খোঁজ মিলেছে, সেগুলি মানব দেহকে আক্রান্ত করে না। এগুলি অন্য ব্যাকটেরিয়ার কোষকে সংক্রমিত করে কেবল।

 তবে এই ভাইরাসের খোঁজ, বিজ্ঞানীদের কাছে একেবারেই নতুন। যদিও গবেষকরা এও জানিয়েছেন, এই ভাইরাসগুলি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। এগুলি চিকিৎসা পদ্ধতিতে বিকল্প হিসেবে কাজে লাগবে বলেও আশাবাদী।