আজকাল ওয়েবডেস্ক: ভারতের র-এর পরবর্তী চিফ কে হবেন তা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। শনিবারই নতুন র-চিফের নাম ঘোষণা করলেন তারা। এই দায়িত্ব দেওয়া হল সিনিয়র আইপিএস অফিসার পরাগ জৈনকে। তিনি এবার থেকে র-এর দায়িত্ব সামলাবেন। ভারতের গোয়েন্দা বিভাগের এই বিশেষ দায়িত্ব এবার তুলে দেওয়া হল পরাগ জৈনকে। 


পরাগ জৈন ১৯৮৯ ব্যাচের পাঞ্জাব ক্যাডার ছিলেন। তিনি ১ জুলাই থেকে টাকা দুবছর এই নতুন দায়িত্ব সামলাবেন। তার আগে এই দায়িত্ব ছিল রবি সিনহার। তবে ৩০ জুন তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার ফলে নতুন র-চিফের নাম ঘোষণা করে দিল নরেন্দ্র মোদি সরকার।


অপারেশন সিঁদুর চলার সময় পরাগ জৈন বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিলেন। তার বুদ্ধি এবং টার্গেটে সঠিকভাবে আঘাত করার পরিকল্পনা সফল হয়েছিল অপারেশন সিঁদুরে। পাকিস্তানের মাটি থেকে শুরু করে পাক অধিকৃত কাশ্মীরে তার দেখানো পথেই পাকিস্তানকে নাস্তানাবুদ করে ভারতীয় সেনা।


জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়েও বিস্তারিত অভিজ্ঞতা রয়েছে পরাগ জৈনের। এর আগে তিনি পাঞ্জাব পুলিশের ডিজিপি-র দায়িত্ব যোগ্যতার সঙ্গে পালন করেছিলেন। তবে এবার সেখান থেকে উঠে এসে তার ওপর আরও বড় দায়িত্ব দিল কেন্দ্রীয় সরকার। দেশের নিরাপত্তা নিয়ে কোনও ধরণের আপোষ করা হবে না। সেটা আগেই জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই পথেই নেওয়া হল পদক্ষেপ।


শনিবারই ক্যাবিনেট পরাগ জৈনের নাম পাস করেছে। রবি সিনহার পর তিনিও নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন বলেই মনে করছেন কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনীর প্রধানরা।


অপারেশন সিঁদুরে সাফল্যের পর দেশের প্রতিরক্ষা বাজেটে আরও বাড়তি জোর দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। অস্ত্র, গোলাবারুদ এবং প্রযুক্তি কেনার দিকেই এই অতিরিক্ত খরচের দৃষ্টি থাকবে। সূত্রের দাবি, কেন্দ্রীয় সরকার ৫০,০০০ কোটি টাকার একটি অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব দিয়েছে, যা শীতকালীন অধিবেশনে সংসদের অনুমোদন পেতে পারে।


এই অতিরিক্ত বরাদ্দের ফলে সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয় চাহিদা, অত্যাবশ্যকীয় সামরিক সরঞ্জাম কেনা এবং গবেষণা ও উন্নয়নের কাজেও বরাদ্দ হতে পারে।


চলতি অর্থবছরে কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষার জন্য রেকর্ড ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৯.৫৩% বেশি। ২০১৪-১৫ সালে যেখানে প্রতিরক্ষা বাজেট ছিল ২.২৯ লক্ষ কোটি টাকা, সেখানে ২০২৪-২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬.৮১ লক্ষ কোটিতে। দেশের মোট বাজেটের ১৩.৪৫% এখন প্রতিরক্ষার জন্য নির্ধারিত।