আজকাল ওয়েবডেস্ক: কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম। কেন্দ্রীয় সরকার উইন্ডফল ট্যাক্স কমিয়ে দিতে পারে। পেট্রোলিয়াম সেক্রেটারি পঙ্কজ জৈন একথা জানিয়েছেন। তিনি বলেন, এবিষয়ে অর্থমন্ত্রকের সঙ্গে কথা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দামের সঙ্গে তাল রেখে এই কর বসানো হয়েছিল।
বিশ্বের তেলের বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই কর আরোপ করে কেন্দ্রীয় সরকার। পঙ্কজ জৈন জানিয়েছেন, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম কমেছে। ফলে সরকারও চিন্তা করছে যাতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পান। ভারতের বাজারে তেলের দাম যে হারে বেড়েছে তাতে সমস্যায় পড়েছেন সকলেই। তবে যদি উইন্ডফল ট্যাক্স কমে তাহলে তেলের দাম অনেকটাই আমজনতার নিয়ন্ত্রণে থাকবে।
বিগত তিন বছর ধরে ভারতের বাজারে যে হারে জ্বালানি তেলের দাম বেড়েছে তার থেকে এবার মুক্তি পাওয়া যেতে পারে। ইতিমধ্যেই ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্থান পেট্রোলিয়ামের সঙ্গে এবিষয়ে কথা হয়েছে। ১৪ মার্চ শেষবার ২ টাকা দাম কমেছিল জ্বালানির। বর্তমানে ভারতের বাজারে পেট্রোলের দাম ১০০ টাকা পার করেছে। ডিজেলের দাম পার করেছে ৯০ টাকা। এরফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বেড়েছে অনেকটাই। ফলে মধ্যবিত্তের হেঁসেলেও টান পড়েছে। তবে এবার যদি জ্বালানির দাম কমে তবে কিছুটা হলেও সুরাহা হয় সকলের।
