আজকাল ওয়েবডেস্ক: ‘অপারেশন সিঁদুর’ নাম নিয়ে একাধিক ট্রেডমার্ক আবেদন দায়ের হওয়ায় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছেন দিল্লির আইনজীবী দেব আশীষ দুবে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিরুদ্ধে চালানো ভারতীয় সেনাবাহিনীর অভিযানের নাম ঘোষণা করার পরপরই, একাধিক ব্যক্তি ও সংস্থা — যার মধ্যে রিলায়েন্সও ছিল — ‘অপারেশন সিঁদুর’ নামে ট্রেডমার্ক পেতে আবেদন জানায়। বিশেষত বিনোদন ও সংস্কৃতির পরিষেবা সংক্রান্ত ধারা ৪১-এর অধীনে এই আবেদন করা হয়।
এই ঘটনায় জনরোষ দেখা দিলে, রিলায়েন্স তাদের আবেদন প্রত্যাহার করে নেয়। তবে এখনো ১১টি আবেদন ঝুলে রয়েছে।
পিটিশনে বলা হয়েছে, এই নামটি শহিদ সেনাদের পরিবার ও সমগ্র জাতির কাছে আবেগের প্রতীক। এটি বৈবাহিক চিহ্ন 'সিঁদুর'-এর সঙ্গে শহিদদের স্ত্রীদের আত্মত্যাগকেও স্মরণ করায়।
আইনজীবী দাবি করেছেন, ট্রেডমার্ক আইনের ধারা ৯ অনুযায়ী, এমন নামের ট্রেডমার্ক গ্রহণযোগ্য নয় যা জনসাধারণের আবেগে আঘাত করে বা যার স্বতন্ত্র বাণিজ্যিক পরিচয় নেই।
সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে এই নামকে বাণিজ্যিকীকরণের হাত থেকে রক্ষা করা যায়।
