আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেপ্তার হওয়া আশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে বুধবার সুপ্রিম কোর্ট অস্থায়ী জামিন মঞ্জুর করেছে। তবে মামলার তদন্তে স্থগিতাদেশ দিতে আদালত অস্বীকার করেছে।
বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন. কে. সিং-এর বেঞ্চ অধ্যাপক মাহমুদাবাদকে জামিনের স্বস্তি দিলেও, তাঁর মন্তব্যের সময় নিয়ে কড়া সমালোচনা করেন। আদালত মন্তব্য করে, “এটি ছিল একটি প্রকার ডগ হুইসলিং (Dog Whistling)” — অর্থাৎ গোপন বার্তা দিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা।
প্রসঙ্গত, মাহমুদাবাদকে ১৮ মে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার হরিয়ানার একটি আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। অধ্যাপক মাহমুদাবাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি অপারেশন সিঁদুর নিয়ে এমন একটি পোস্ট করেন যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে বলে অভিযোগ উঠেছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, বাক-স্বাধীনতার অধিকার থাকলেও তার অপব্যবহার গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন দেশে সংবেদনশীল পরিস্থিতি চলছে।মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে হতে পারে বলে জানানো হয়েছে।
