আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সোনার ভাণ্ডারে ভারতীয় মহিলাদের অবদান কতটা তারই প্রমাণ দিচ্ছে সামনে আনল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। সংস্থার সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী গোটা বিশ্বের সোনার মোট পরিমাণের প্রায় ১১% রয়েছে ভারতীয় মহিলাদের কাছে। পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় মহিলাদের কাছে মোট সোনার পরিমাণ প্রায় ২৪ হাজার টন। এই পরিমাণটা এতটাই বেশি যে সোনা সঞ্চয়ের ক্ষেত্রে বিশ্বের প্রথম পাঁচটি দেশ মিলেও এই পরিমাণ ছুঁতে পারে না। যেমন আমেরিকার সঞ্চয়ে মজুত রয়েছে প্রায় ৮,০০০ টন সোনা। জার্মানির কাছে রয়েছে ৩,৩০০ টন, ইতালির কাছে ২,৪৫০ টন, ফ্রান্সের হাতে ২,৪০০ টন এবং রাশিয়ার হাতে রয়েছে ১,৯০০ টন সোনা। সেখানে শুধুমাত্র ভারতীয় মহিলাদের দখলেই রয়েছে ২৪ হাজার টন।

 

ভারত বিশাল বড় দেশ। পরিসংখ্যান খতিয়ে দেখলে দেখা যায়, উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের মহিলারা সোনা সঞ্চয়ের ক্ষেত্রে এগিয়ে। সোনার গয়না ভারতীয় সংস্কৃতির এক অন্যতম অঙ্গ। যার ফলে অন্যান্য দেশের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। দেশজুড়ে মহিলাদের মোট সোনার ৪০% রয়েছে দক্ষিণ ভারতে। এর মধ্যে ২৮% রয়েছে শুধুমাত্র তামিলনাড়ুতেই। এক রিপোর্টে জানানো হয়েছে, ২০২০ সালের পরবর্তী দুই অর্থবর্ষে মহিলাদের সোনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, বৃদ্ধি পেয়েছে দেশের অর্থনীতিও। বিভিন্ন উৎসবের পাশাপাশি ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও সোনা কিনে থাকেন অনেকে। যে কারণে এই সংখ্যাটা বেড়ে চলেছে দিন দিন।