আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর নিয়ে এবার বিশ্বের দরবারে ভারত। এজন্য সাতজনের একটি টিম গঠন করা হয়েছে। এই সাতজন সাংসদ অপারেশন সিঁদুর কেন জরুরি ছিল তা বিভিন্ন দেশকে গিয়ে বোঝাবেন।
সংসদ বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে শনিবার এই সাত সাংসদের নাম ঘোষণা করা হয়েছে। এরা সকলেই ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলা এবং তারপর অপারেশন সিঁদুরের কার্যকারিতার দিকটি সকলের সামনে তুলে ধরবেন।
এই প্রতিনিধি দলের প্রধান হিসেবে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। যেভাবে অপারেশন সিঁদুর চলাকালীন তিনি ভারতীয় সেনাবাহিনীর পাশে থেকেছেন সেজন্য তাকেই এই প্রতিনিধি দলের প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে। কংগ্রেসের এই নেতার বক্তব্য ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।
শনিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই সাতজনের নাম ঘোষণা করেন। তিনি বলেন, সাতজনের সর্বদলীয় দল গঠন করা হয়েছে। দেশের ঐক্যের ক্ষেত্রে সকলেই এক। সন্ত্রাস নিয়ে জিরো টলারেন্স নীতি ভারত নিয়েছে এবং সেটাই বজায় থাকবে।
In moments that matter most, Bharat stands united.
— Kiren Rijiju (@KirenRijiju)
Seven All-Party Delegations will soon visit key partner nations, carrying our shared message of zero-tolerance to terrorism.
A powerful reflection of national unity above politics, beyond differences.@rsprasad @ShashiTharoor… pic.twitter.com/FerHHACaVKTweet by @KirenRijiju
এই সাতজনের দলে শশী থারুরের পাশাপাশি থাকবেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা, বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডা, ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধি, এসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, শিবসেনা সাংদ শ্রীকান্ত একনাথ শিন্ডে।
এই ঘোষণার পর থারুর বলেন, এই কাজ দেওয়ার জন্য তিনি নিজেকে ধন্য বলে মনে করছেন। যখনই দেশের স্বার্থ জড়িত হবে তখন সকলে মিলে একসঙ্গে কাজ করবে।
I am honoured by the invitation of the government of India to lead an all-party delegation to five key capitals, to present our nation’s point of view on recent events.
— Shashi Tharoor (@ShashiTharoor)
When national interest is involved, and my services are required, I will not be found wanting.
Jai Hind! ???????? pic.twitter.com/b4Qjd12cN9Tweet by @ShashiTharoor
ইন্ডিয়া টুডে সূত্রে খবর, ৫ থেকে ৬ জনের প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্র, লন্ডন, দক্ষিণ আফ্রিকা, আরবে যাবেন। এই সফর শুরু হতে পারেন ২২ মে থেকেই। সীমান্তপারে পাকিস্তান যে সন্ত্রাসকে মদত দিচ্ছে তাকে বিশ্বের দরবারে তুলে ধরতেই এই প্রতিনিধি দল কাজ করবেন।
প্রসঙ্গত, পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে ২৬ জন নীরিহ মানুষের প্রাণহানি হয়েছিল। এরপরই জঙ্গিদের বিরুদ্ধে প্রত্যাঘাত করে ভারত শুরু করে অপারেশন সিঁদুর। পাকিস্তান ভারতের মাটিতে ড্রোন হামলা করার চেষ্টা করলেও তার ব্যর্থ হয়। মুখ থুবড় পড়ে পাকিস্তান। এরপর ১০ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
