আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হানায় ২৬ জন সাধারণ মানুষের মৃত্যুর পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে ঠেকেছে। জঙ্গি হানার প্রত্যাঘাতে 'অপারেশন সিঁদুর'-এ ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে।
প্রত্যাশা মতোই পাল্টা আক্রমণ হেনেছে পাকিস্তান। অমৃতসর আক্রমণের চেষ্টা। তারপর পশ্চিম সীমান্তের শহরগুলিকে লক্ষ্য করে আরও আক্রমণের চেষ্টা। জম্মুতে সবচেয়ে গুরুতর আঘাত হানে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, রাজৌরি এবং বারামুল্লা, পাঞ্জাবের পাঠানকোট এবং রাজস্থানের জয়সালমের এবং গঙ্গানগরেও নানা সময় আঘাত হেনেছে পাকিস্তান। যদিও সব আক্রমণ দক্ষতার সঙ্গে প্রতিহত করেছে ভারতীয় সেনা।
ভারতীয় সশস্ত্র বাহিনী আমাদের জন্য যা করেছে, তাদের প্রতিদান কোনও শব্দে ব্যক্ত করা সম্ভব নয়। সে রকমই একটি ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে গিয়েছে যা আপনার চোখে জল এনে দেবে।
পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে সেনা জওয়ানদের ছুটি বাতিল করা হয়েছে। যাঁরা ছুটিতে ছিলেন তাঁদেরও কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটি ভিডিওতে এক জওয়ানকে বলতে শোনা যাচ্ছে, ৪৫ দিনের ছুটি শুরু হতে না হতেই কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, "যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা এখানে ৪৫ দিনের ছুটি কাটাতে এসেছিলাম। গতকালই আমরা সেখান থেকে ফিরে এসে ফোন পেয়েছি, 'ভাই ফিরে এসো'। আমরা এখান থেকে চলে যাব, বাড়ি ফিরে যাওয়ার কোনও মানে নেই।"
