নিতাই দে, আগরতলা: স্ত্রীকে বন্ধুবান্ধব নিয়ে গণধর্ষণ করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। এমনই ঘটনা ঘটল ত্রিপুরার রাজধানী আগরতলায়। দিব্যাঙ্গ গৃহবধূ নিজেই স্বামী ও তার বন্ধুবান্ধবের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন। ১৪ মার্চ আগরতলার আমতলী থানায় স্বামী সুব্রত দে সহ ৬ বন্ধুর বিরুদ্ধে মামলা রুজু করেছেন নির্যাতিতা। পুলিশ ঘটনার তদন্ত নেমে মহিলার স্বামী সুব্রতকে আগরতলার যোগেন্দ্র নগরে নিজের বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।
এই গণধর্ষণ কাণ্ডে বাকি পাঁচজন পলাতক। পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন থানার তদন্তকারী মহিলা অফিসার। পুলিশ এই গণধর্ষণ কাণ্ডে জড়িত স্বামীকে আটক করে গতকাল আদালতে পেশ করলে, আদালত তিন দিনের পুলিশ রিমান্ডের অনুমতি দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই গণধর্ষণ কাণ্ডে স্বামীর আরও পাঁচ বন্ধু পলাতক রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, কিন্তু এফআইআর-এ গৃহবধূ পাঁচজনের নাম জানাননি। ধর্ষণের শিকার ওই মহিলার সঙ্গে পুলিশ কথা বললেও, তিনি ঠিকভাবে নাম বলতে পারছেন না। কারণ ওই গৃহবধূ ৭৫ শতাংশ দিব্যাঙ্গ। গোটা ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
