আজকাল ওয়েবডেস্ক: স্কুল যেন আরাম আয়েশ করার জায়গা। ক্লাসরুমে বসে পড়ানোর বদলে চেয়ারে পা তুলে বসে বিশ্রাম নিচ্ছেন এক শিক্ষিকা। আরেক চেয়ারে পা তুলে ছাত্রকে টিপে দিতে বলেন। যে মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল রাজ্য জুড়ে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। ভোপালের মহাত্মা গান্ধী হাইয়ার সেকেন্ডারি স্কুলের এক শিক্ষিকা ক্লাসে বসেই ছাত্রদের পা টিপে দিতে বলেন। প্রথম কিছুক্ষণ আরাম করে চেয়ারে বসে বিষয়টি উপভোগ করছিলেন। কিন্তু কেউ ঘটনাটি ক্যামেরাবন্দি করছে টের পেয়েই পা সরিয়ে নেন। 

 

ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওটিতে দেখা গেছে, ওই স্কুলের একাধিক ক্লাসরুমে কোনও বেঞ্চ নেই। পড়ুয়ারা মেঝেতে বসেই ক্লাস করে। অন্যদিকে শিক্ষিকা ও শিক্ষকদের জন্য চেয়ার, টেবিলের ব্যবস্থা রয়েছে। পড়ুয়ারা মাটিতে বসে ক্লাস করলেও, শিক্ষিকারা চেয়ারেই বসে থাকেন। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Hindufeed (@hindufeed.in)