আজকাল ওয়েবডেস্ক: এক নয়, একাধিক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে। যার জন্য ছাত্রীরাও পড়তে যেতে ভয় পায়। শিক্ষকের এই কীর্তি ফাঁস হতেই চরম হেনস্থা করলেন ক্ষিপ্ত অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত শিক্ষককে বিবস্ত্র করে প্যারেড করালেন তাঁরা। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে মহারাষ্ট্রের পালগড়ে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পালগড়ের ভিরারে। ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে আসে, যখন ১৩ বছরের এক কিশোরী ওই প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যেতে অনীহা প্রকাশ করে। কারণ জিজ্ঞেস করলে পরিবারকে সে জানায়, ওই শিক্ষক গত কয়েক মাস ধরেই তার সঙ্গে অশালীন আচরণ করেছেন। এমনকী আরও একাধিক ছাত্রীর সঙ্গে এমন আচরণ করার অভিযোগ রয়েছে। শিক্ষকের কীর্তি ফাঁস হতেই চরম পদক্ষেপ নেয় কিশোরীর পরিবার।
বুধবার টিউশন থেকে টেনে হিঁচড়ে জনসমক্ষে নিয়ে আসে কিশোরীর পরিবার। ঘটনাস্থলে ছিলেন স্থানীয় বাসিন্দারাও। এরপর তাঁকে বেধড়ক মারধর করা হয়। শিক্ষককে বিবস্ত্র করে প্যারেড করান তাঁরা। মারতে মারতেই ভিরার পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে তাঁকে। পুলিশ জানিয়েছে, কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শিক্ষকের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হবে। ঘটনার তদন্ত জারি রয়েছে।
