আজকাল ওয়েবডেস্ক: প্রেম করতে বাধা দিয়েছিল মা। পথের কাঁটা সরাতে চরম পদক্ষেপ করল ১৬ বছর বয়সী নাবালিকা। প্রেমিককে সঙ্গে নিয়ে মাকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল ওই নাবালিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার মেদচলে। অভিযুক্ত নাবালিকাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, খুনের পরিকল্পনা ওই নাবালিকা, তার ১৯ বছর বয়সী প্রেমিক এবং ওই যুবকের ভাই মিলে করেছিলেন। জানা গিয়েছে, ঘরে বসে অঞ্জলী যখন পুজো দিচ্ছিলেন তখন তিন জন মিলে গলা টিপে ধরেন। পুলিশ আরও জানিয়েছে, এক সপ্তাহ আগে নাবালিকা তার প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তার মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করায় বাড়ি থেকে পালিয়ে যাওয়ার তিন দিন পর ফিরে আসে সে।
জিদিমেতলা থানার পুলিশ ওই নাবালিকাকে জেরা করে জানতে পেরেছে, প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় মায়ের উপর রাগ জমেছিল। এরপরেই প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে মাকে খুন করা সিদ্ধান্ত নেয়।
অঞ্জলির বোন জানিয়েছেন, প্রাথমিকভাবে শ্বাসরোধে দিদির মৃত্যু হয়নি, তবে মেয়ে তার প্রেমিক এবং তাঁর ভাইকে ফোন করে নিশ্চিত করেছিল যে তার মা মারা গিয়েছেন। অঞ্জলি আরও বলেন, “তারা দিদির মুখে এবং মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেছে। ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে। আমি আমার দিদি জন্য ন্যায়বিচার চাই।“
জিদিমেতলা থানার ইনস্পেক্টর জি মল্লেশ জানিয়েছেন, অনেকদিন ধরেই মা এবং মেয়ের সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল। তিনি বলেন, “মৃত্যু হয়তো শ্বাসরোধের কারণে হয়ে থাকতে পারে। আমাদের ধারণা, দেয়ালে ধাক্কা লাগার কারণেই তাঁর মাথায় আঘাত লেগেছে। আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছি।“
পুলিশ নিশ্চিত হওয়ার চেষ্টা করছে যে প্রেমিকটিও নাবালক কি না। তার আধার কার্ডে তার বয়স ১৮ বছরের বেশি বলে লেখা আছে, কিন্তু আদালতে আধার কার্ড গ্রহণযোগ্য নয়। বাকি দুই অপ্রাপ্তবয়স্ককে হোমে পাঠানো হয়েছে।
