আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের রায়পুর-বালোদাবাজার হাইওয়েতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। রবিবার রাত প্রায় ১১টা থেকে ১১:৩০টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে সড়াগাঁওয়ের কাছে, খারোরা থানার অন্তর্গত বাঙ্গোলি গ্রামে।

মৃতদের মধ্যে ৯ জন মহিলা, ২ জন কিশোরী, ১ জন কিশোর এবং একটি ছয় মাসের শিশু রয়েছে। দুর্ঘটনাটি ঘটে যখন যাত্রীরা ছাতোদ গ্রাম থেকে একটি পারিবারিক 'ছটঠি' অনুষ্ঠানে যোগ দিয়ে বানো গ্রাম থেকে ফেরার পথে ছিলেন। তাঁদের বহনকারী গাড়ি (নং CG 04 MQ 1259) একটি ট্রেলার ট্রাকের (নং JH 05 DP 7584) সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়।

গুরুতর আহতদের প্রথমে খারোরা কমিউনিটি হেলথ সেন্টারে এবং পরে রায়পুর মেডিকেল কলেজে (মেখাহারা) পাঠানো হয়। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতাকে দায়ী করা হয়েছে।