নিতাই দে, আগরতলা: রাজ্যে প্রত্যেক দিনে কোথাও না কোথাও অবৈধ উপায়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পার হয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশের সময় পুলিশ ও বিএসএফের হাতে আটক হচ্ছে বাংলাদেশি নাগরিকরা। ফের অবৈধভাবে সীমান্ত ডিঙ্গিয়ে ত্রিপুরাতে প্রবেশের সময় বিএসএফের হাতে ১৫ জন বাংলাদেশি নাগরিক আটক।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাশহর সীমান্ত থেকে ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে তিনজন মহিলা, তিনজন পুরুষ ও সাত জন শিশু রয়েছে। সঙ্গে তিনজন ভারতীয় টাউটকে আটক করা হয়েছে। আটক বাংলাদেশি ১৩ জনের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রগঞ্জ এবং নেত্রকোনা, বরিশালে। সঙ্গে আটক ভারতীয় দালালরা হল, ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের বাসিন্দা কাজল দাস, ত্রিপুরার ধলাই জেলার প্রসানজিৎ দেবনাথ, ঊনকোটির জেলার বাসিন্দা অজিত দাস।
অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ত্রিপুরার পুরান ওএনজিসি এলাকা থেকে ত্রিপুরা পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে দু'জন বাংলাদেশি বাংলাদেশ পাড়ি দেওয়ার সময় আটক হয়েছে। বিএসএফ এবং আগরতলার রেলস্টেশনের জিআরপি থানার পুলিশের সঙ্গে একটি যৌথ অভিযানে দুই ভারতীয় দালালকে আটক করতে সক্ষম হয়েছে বিএসএফ। আটক দুই ভারতীয় দালালরা হল, সুমন দাস, আগরতলার গজারিয়ার বাসিন্দা, ও রাজিব মিয়া আগরতলার রাজনগর এলাকার বাসিন্দা।
শুক্রবার রাতে বিএসএফের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই খবর জানানো হয়েছে। পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ সীমান্ত পারাবার, মানব পাচার এবং চোরাচালান কার্যকলাপের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসএফ আগরতলার ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার থেকে।
