আজকাল ওয়েবডেস্ক: চার মাস ধরে কোনও খোঁজ নেই। পুলিশ ও পরিবারের ধারণা ছিল, কেউ বা কারা তরুণীকে খুন করেছে। কিন্তু বহু জায়গায় খোঁজাখুঁজির পরেও তাঁর হদিশ পাওয়া যায়নি। অবশেষে রবিবার ভিভিআইপি এলাকায় মাটি খুঁড়ে তরুণীর নিথর দেহ উদ্ধার করল পুলিশ। কীভাবে এই এলাকার সন্ধান পেল তারা? 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর জিম ট্রেনারকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। একটানা জিজ্ঞাসাবাদের পর সম্প্রতি খুনের ঘটনাটি স্বীকার করে সে। এও জানায়, কানপুরের জেলাশাসকের বাংলোর পাশেই তরুণীর দেহ পুঁতে দেয় সে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক জানানোর পরেই ওই এলাকায় তল্লাশি চালিয়ে তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। 

 

পুলিশ সূত্রে খবর, জিম ট্রেনারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তরুণীর। কিন্তু যুবকের বিয়ের দিনক্ষণ ঠিক হতেই অশান্তি শুরু করেছিলেন তরুণী। প্রায় এক মাস পর ২৪ জুন জিমে গিয়েও ঝামেলা করেছিলেন তরুণী। কিছুক্ষণ পর জিমের বাইরে গাড়িতে বসেই সামান্য বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। এরপর আচমকা তরুণীর ঘাড়ে আঘাত করে অজ্ঞান করে যুবক। তারপর গাড়িতেই তাঁকে কুপিয়ে খুন করে। 

 

খুনের পর তরুণীর দেহ জেলাশাসকের বাড়ির পাশে পুঁতে দিয়ে পালিয়ে যায়। চার মাস পর তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে পুলিশ।