আজকাল ওয়েবডেস্ক: ২ জানুয়ারি বাড়ি থেকে বেরিয়েছিল ১৪ বছরের দলিত কিশোরী। দর্জির কাছে যাচ্ছিল সে। তারপর থেকে টানা দু'মাস কোনো খোঁজ পাওয়া যায়নি। থানায় অভিযোগ জানিয়েও বিশেষ কোনও ফল হয়নি। অবশেষে দিন কয়েক আগে হঠাৎ বাড়িতে হাজির হয় সেই কিশোরী। কান্নায় ভেঙে পড়ে কিশোরী যা বলে, তা শুনেই চোখ ছানাবড়া বাড়ির সকলের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাবাদে। পুলিশকে পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে, ২ জানুয়ারি কিশোরীকে অপহরণ করে একদল যুবক। অপহরণ করে গাড়িতে তুলে, হাত-পা বেঁধে রাখে। এরপর নেশাদ্রব্য মেশানো পানীয় খাইয়ে অজ্ঞান করে তাকে। দূরে নির্জন একটি এলাকায় নিয়ে গিয়ে ঘরের মধ্যে আটকে রাখে। সেই ঘরের মধ্যে কিশোরীকে দিনের পর দিন গণধর্ষণ করত চার যুবক।
বারবার তাকে ও তার পরিবারকে খুনের হুমকিও দিত অভিযুক্তরা। কিছুদিন আগে ওই এলাকা থেকে ভোজপুরে কিশোরীকে নিয়ে এসে আবারও একটি ঘরের মধ্যে আটকে রাখে। সেই এলাকা থেকে কোনো মতে পালিয়ে আসে নির্যাতিতা। কিশোরী জানিয়েছে, তাঁর হাতে 'ওঁ' লেখা ট্যাটুটি পুড়িয়ে দেয় অভিযুক্তরা। জোর করে মাংস খাইয়ে দিত।
নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতদিন কেটে যাওয়ার পরেও বাকি তিন অভিযুক্তের হদিশ পাওয়া যায়নি।
