আজকাল ওয়েবডেস্ক: যে কোনও অপ্রীতিকর ঘটনায় পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ করেন পরিস্থিতি। সোশ্যালমিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশকেই মারধোর করছে জনতা। পরে অন্য পুলিশ এসে উদ্ধার করেন ওই পুলিশকর্মীকে। ঘটনাস্থল বারাণসী।
সোশ্যালমিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কয়েকজন ঘিরে ধরে পুলিশকর্মীকে হেনস্থা, মারধোর চালাচ্ছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, ওই পুলিশ কর্মী তাঁর ইউনিফর্মে ছিলেন না। তিনি তাঁর পরিবারের সঙ্গে বেরিয়েছিলেন। আচমকা গাড়ি ধাক্কা মারে এক অটোতে। তিনি নামার আগেই তৎক্ষণাৎ স্থানীয় জনত একত্রিত হয়ে তাঁকে গাড়ি থেকে নামিয়ে এলোপাথাড়ি মারতে শুরু করে।
তিনি বারবার বলেন, রাজাতলাবের স্টেশন হেড অফিসার অজিত বর্মা তিনি। কিন্তু জনতা তাতে কর্ণপাত করেনি। অন্য একজন কনস্টেবল এসে সহকর্মীকে উদ্ধারের চেষ্টা করলেও, পারেননি। ততক্ষণে লাঠি দিয়ে শুরু হয়েছে পুলিশকর্মীকে মারধোর। নিকটবর্তী থানা থেকে পুলিশবাহিনী এসে উদ্ধার করে অজিত বর্মাকে। ইতিমধ্যে মারধোর, প্রহারের ঘটনার ভিডিও ভাইরাল সশ্যালমিডিয়ায়।
