আজকাল ওয়েবডেস্ক: সন্দেহবাতিক তরুণ। প্রেমের সম্পর্কে ফাটল ধরেছিল সন্দেহ করার প্রবণতার কারণেই। প্রেমের সম্পর্ক ভাঙার পরেও রেহাই পেলেন না প্রেমিকা। শেষবারের মতো দেখা করার অজুহাতে প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে খুন করলেন এক তরুণ। এরপর নিজের গলা কেটে আত্মঘাতী হলেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ২৪ বছর বয়সি ওই তরুণ প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে খুন করে। এরপর নিজেকে সেই ধারালো অস্ত্র দিয়ে চরম আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর প্রাক্তন প্রেমিকের। গুরুতর আহত অবস্থায় তরুণেরও মৃত্যু হয়েছে। মৃতেরা হলেন, মণীশা বরাই ও সোনু যাদব।
পুলিশ আরও জানিয়েছে, মণীশার চরিত্র নিয়ে সন্দেহ ছিল সোনুর। তাঁর সন্দেহ হয়েছিল, অন্য কোনও পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন মণীশা। দীর্ঘদিন ধরেই মণীশা ও সোনুর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সোনুর সন্দেহবাতিকের জন্যে সম্পর্কে ফাটল ধরে। ঘটনার ঠিক এক সপ্তাহ আগেই তাঁদের সম্পর্ক ভাঙে।
শুক্রবার সকালে বাড়িতে জানিয়েই ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন সোনু। শুধু সঙ্গে নিয়েছিলেন একটি ধারালো ছুরি। এরপর মণীশার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চেয়ে একটি নার্সিংহোমের সামনে ডাকেন। শেষবারের মতো দেখা করতেই কিছুক্ষণ পর দু'জনের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়। তুমুল বচসার মাঝেই মণীশার উপর ধারালো ছুরি নিয়ে হামলা করেন সোনু।
প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে খুন করার পর নিজের গলা কেটে শেষ করার চেষ্টা করেন সোনু। রক্তাক্ত অবস্থায় নার্সিংহোমের সামনেই তিনি লুটিয়ে ছিলেন। কয়েক মিনিট তাঁর মৃত্যু হয়েছে সেই নার্সিংহোমের সামনেই। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে এমন আরও একটি হত্যাকাণ্ড ঘটেছিল মহারাষ্ট্রে। অন্যত্র বিয়ে হচ্ছে প্রেমিকের! মন থেকে মেনে নিতে পারেননি তরুণী। রোজ ঝামেলা হত। মানসিকভাবে ভেঙে পড়ার পর অশান্তিও করতেন। অবশেষে সেই প্রেমের সম্পর্কের ভয়াবহ পরিণতি। প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েই চরম পরিণতি হল ২৬ বছরের এক তরুণীর। প্রেমিকের বিয়ের আগেই তার হাতে খুন হলেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। পুলিশ সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের রত্নগিরির এক যুবককে প্রেমিকাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। প্রেমিকাকে খুনের পর তাঁর দেহ খালে ফেলে দেয় যুবক। ধৃত যুবকের নাম, দুরভাষ দর্শন পাতিল। ভক্তি জিতেন্দ্র মায়েকর নামের তরুণী নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পর তাঁর প্রেমিককে গ্রেপ্তার করল পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, গত ১৭ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন ২৬ বছর বয়সি ভক্তি। সেদিন বাড়ি থেকে বেরোনোর সময় পরিবারকে জানিয়েছিলেন, তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। রাতেও বাড়ি না ফেরায়, থানায় নিখোঁজ ডায়েরি করে তাঁর পরিবার। এরপর ফোনের লোকেশন ট্র্যাক করে খান্ডালা এলাকায় তরুণীর খোঁজ মেলে। পাশাপাশি তাঁর প্রেমিক দুরভাষকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
দীর্ঘ জেরার পর ভক্তিকে খুনের কথা স্বীকার করে নেয় সে। পাশাপাশি এও জানায়, আম্বালা ঘাটে দেহটি ছুড়ে ফেলে দিয়েছিল। কিন্তু কেন ভক্তিকে খুন করে সে? দুরভাষ জানিয়েছে, আরেক জায়গায় তার বিয়ের পাকা কথা হয়ে গিয়েছিল। বিয়ের জন্যেই ভক্তির সঙ্গে নিত্যদিন ঝামেলা হত। তীব্র অশান্তি করত সে। রাগের মাথায় তাই ভক্তিকে খুন করে সে।
