আজকাল ওয়েবডেস্ক: মিথ্যে মামলায় ফাঁসিয়েছিলেন স্বামীকে। এবার স্ত্রীর কেচ্ছাই হাতেনাতে ধরলেন স্বামী। থানায় পৌঁছে একাধিক প্রমাণ সহ স্ত্রীর কীর্তি ফাঁস করে কান্নায় ভেঙে পড়লেন তিনি। যা শুনেই চোখ ছানাবড়া পুলিশের। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ওড়াইয়ে। পুলিশ জানিয়েছে, সম্প্রতি ওই তরুণী থানায় স্বামীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ দায়ের করেছিলেন। গার্হস্থ্য হিংসা, শারীরিক নির্যাতন, এমনকী বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়েও অভিযোগ জানিয়েছিলেন। এর দিন কয়েক পরেই তরুণীকে হাতেনাতে একটি হোটেলে ধরেছেন তাঁর স্বামী। 

 

জানা গেছে, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর পর থেকে স্ত্রী আলাদা থাকতেন। তিনি একাধিক সম্পর্কে জড়িত ছিলেন। দিন কয়েক আগে ওড়াই শহরের একটি হোটেলে গভীর রাতে তাঁকে ঢুকতে দেখা গিয়েছিল। ভোররাতে সেখান থেকে বেরিয়ে যান। সঙ্গে ছিলেন এক যুবক। হাতেনাতে ধরা পড়ার পর তরুণী জানিয়েছিলেন, জরুরি কাজে এসেছিলেন। পরে জানা যায়, ওই যুবকের সঙ্গেই বিবাহবহির্ভূত সম্পর্কে তিনি জড়িত। 

 

শুধু তাইই নয়, একাধিক যুবকের সঙ্গে হোটেলে হোটেলে ঘুরে মদ্যপান করেন। একাধিকজনের সঙ্গে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছেন। যার কয়েকটি ভিডিও এবং ফোনে কথোপকথন স্বামীর কাছে এসে পৌঁছয়।‌ সেই সব ভিডিও ও ছবি নিয়ে থানায় গিয়ে স্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানিয়েছেন তিনি। ঘটনাটি ঘিরে তদন্ত চালাচ্ছে পুলিশ।