আজকাল ওয়েবডেস্ক : নেকড়ের উৎপাত। উত্তরপ্রদেশের বাহারিছে যাকে তাকে কামড় দিচ্ছে নেকড়ে । তবে তিনি একা নন। তার একটি সঙ্গী রয়েছে। দুজনে মিলে তৈরী করেছে আতঙ্ক। ইতিমধ্যে ৩৫ টি গ্রামে জারি করা হয়েছে হাই aleart। এখনও পর্যন্ত ৮ জন প্রাণ হারিয়েছে নেকড়ের হাতে। ইতিমধ্যে ওই এলাকার ৪ টি নেকড়ে ধরা হয়েছে। 

 

নেকড়ে ধরতে শুরু হয়েছে অপারেশন ভেড়িয়া। বাকি নেকড়ের খোঁজে চলছে ড্রোন দিয়ে নজরদারি। বিগত দেড় মাস ধরে নেকড়ের এই তান্ডব নিয়ে গোটা এলাকায় চলছে আতঙ্ক। 

 

রাতের দিকে আচমকা হামলা করছে এই নেকড়ের দল। কিছু বুঝে ওঠার আগেই নেকড়ের হামলায় বেসামাল হয়ে পড়ছে মানুষ। পুলিশ জানিয়েছে দ্রুত বাকি নেকড়ে ধরা হবে। তবে গোটা এলাকার মানুষ রাতের দিকে বাইরে বের হতে ভয় পাচ্ছে। কী জানি কার ওপর হামলা হয়।