আজকাল ওয়েবডেস্ক: স্বামীর সঙ্গে ছিল না শারীরিক সম্পর্ক। তবুও  স্ত্রী গর্ভবতী! গর্ভে থাকা সন্তান স্বামীর নয় বলেও স্বীকার করে নেন স্ত্রী। সঙ্গেই সন্তানকে মেনে না নিলে স্বামীকে খুন করার হুমকি দেন। 

জানা গিয়েছে, ২০২২ বিয়ে হয়েছিল দম্পতির। প্রায়ই সংসারিক অশান্তি লেগেই থাকত তাঁদের মধ্যে। স্বামীর  অভিযোগ, মাঝে মাঝেই স্ত্রী বাপের বাড়ি চলে যেতেন।  ২০২৪ সালে কাউকে কিছু না জানিয়ে আচমকাই তাঁর স্ত্রী বাপের বাড়ি গিয়েছিলেন। ফেরারও কোনও নাম গন্ধ ছিল না তাঁর। 

বছর ঘুরতেই স্বামী ফের স্ত্রীয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং বাড়ি ফেরার অনুরোধ জানান। কিন্তু ঘটনা তখনই অন্য মোড় নেয় যখন স্বামী জানতে পারেন  স্ত্রী  গর্ভবতী।।

স্বামীর অভিযোগ, স্ত্রীর সঙ্গে কোনও শারীরিক সম্পর্ক ছিল না তাঁর। স্ত্রীর সামনে সেই বক্তব্য রাখা হলে তা দিনের পর দিন  অস্বীকার করেছেন তিনি।

 ঘটনার  সত্যতা যাচাই করতে একাধিক চিকিৎসকের পরামর্শ নেন মহিলার স্বামী। সকলের মুখে একই কথা শোনেন ওই ব্যক্তি। এই পরিস্থিতিতে স্ত্রীও স্বীকার করে নেন, এই সন্তান তাঁর স্বামীর নয়। পাশাপাশি  ওই মহিলা তাঁর  সন্তানকে স্বীকার করে নেওয়ার দাবি জানান। মেনে না নিলে স্বামীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন তিনি, অভিযোগ তেমনটাই।