আজকাল ওয়েবডেস্ক: সঙ্গমে লিপ্ত হওয়ার পরেই রক্তক্ষরণ শুরু হয় তরুণীর। সেই রক্তক্ষরণ কীভাবে বন্ধ করা যায়, অনলাইনে তার সমাধান খুঁজছিলেন প্রেমিক। অতিরিক্ত রক্তক্ষরণের পরেই মৃত্যু হল ২৩ বছরের তরুণীর। তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ 

 

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের নভসারি জেলায়। তরুণী পেশায় নার্স ছিলেন। গত ২৩ সেপ্টেম্বর প্রেমিকের সঙ্গে একটি হোটেলে গিয়েছিলেন। সেখানে দুজনেই সঙ্গমে লিপ্ত হন। উদ্দাম যৌনতার মাঝেই তরুণীর যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হয়। প্রথমে খানিকটা রক্তক্ষরণ হলেও, ক্রমে তা বাড়তে থাকে। এরপর কাপড়ের টুকরো দিয়ে রক্তপাত বন্ধ করার চেষ্টা করেন তাঁর প্রেমিক। হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে অনলাইনে রক্তক্ষরণ বন্ধ করার সমাধান খোঁজেন। ততক্ষণে তরুণী জ্ঞান হারিয়ে হোটেলের রুমে লুটিয়ে পড়েন। 

 

তরুণীর এমন দশায়, এক বন্ধুকে ফোন করে হোটেলে ডাকেন তাঁর প্রেমিক। এরপর দুজনে মিলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেই হাসপাতালে তরুণীকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই তরুণীর পরিবারকে ফোন করে খবর দেন ২৬ বছরের যুবক। ফরেন্সিক টেস্টের জন্য তরুণীর দেহ সুরাটের একটি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।