আজকাল ওয়েবডেস্ক: বাইকে স্টান্ট দেখিয়ে নেটিজেনদের নজর কাড়ার চেষ্টা করেন অনেকেই। ধরা পড়লেই যদিও মোটা অঙ্কের জরিমানাও দিতে হয়। কিন্তু পুলিশের নজর এড়িয়ে, এমন স্টান্টের ভিডিও শেয়ার করে জনপ্রিয় হতে চান কেউ কেউ। তাতেই ঘটে বিপত্তি। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনদের মাথায় হাত। 

উত্তরপ্রদেশে সম্প্রতি ফের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে৷ ঘটনাটি রাজ্যের গোরখপুরে ঘটে। সেখানকার একটি চমকপ্রদ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে এক যুবতীকে প্রকাশ্যে চলন্ত মোটরসাইকেলের ট্যাঙ্কের উপর বসে চালক অর্থাৎ প্রেমিকের সঙ্গে জড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ভিডিওটি রামগরটাল রোডে দিনের আলোতে তোলা হয়। স্থানীয় কয়েকজন পথচারী এই দৃশ্য তাঁদের মোবাইল ফোনে ক্যামেরাবন্দী করেন। খবর মারফত জানা গিয়েছে ঘটনাটি প্রকাশ্যে আসার পর ট্রাফিক নিয়ম লঙ্ঘনের কারণে পুলিশ ওই বাইক চালককে ২,৫০০ টাকা জরিমানা করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকটি চিহ্নিত করা গেলেও এখনও পর্যন্ত দম্পতির পরিচয় জানা যায়নি। ট্রাফিক এসপি সঞ্জয় কুমার জানিয়েছেন, বাইকটি শনাক্ত করে চালককে চ্যালান ইস্যু করা হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, চালক হেলমেট পরা অবস্থায় ছিলেন, কিন্তু মহিলা যাত্রীটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভঙ্গিতে গাড়ির ট্যাঙ্কের উপর বসে ছিলেন সরাসরি ট্রাফিক নিয়মের লঙ্ঘন করে।

এই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই দম্পতির এমন বেপরোয়া আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। একজন মন্তব্য করেন, 'আজকালকার তরুণ-তরুণীরা বিখ্যাত হওয়ার জন্য যেকোনও কিছু করতে প্রস্তুত। পুলিশ যদি বড় অঙ্কের জরিমানা করতে থাকে, তাহলে এই রোম্যান্সের ভাবটাই চলে যাবে, তখন আর রাস্তায় রোম্যান্স করার কথা ভুলে যাবে।'

ঘটনার জেরে অন্য একজন বলেন, 'এই নির্লজ্জ দম্পতি কেবল ট্রাফিক নিয়ম ভাঙছে, এর বেশি কিছু নয়।' আরেকজন মন্তব্য করে বলেন, 'আমি মাঝে মাঝে ভাবি, এরা কি সাধারণ পরিবারে জন্মেছে? নাকি অন্য কোনও গ্রহ থেকে এসেছে? এদের কি সামাজিক জীবনযাপনের কোনও ধারণা নেই?'

প্রসঙ্গত এই ধরনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত মাসে নবি মুম্বইয়ে এমনই একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। খারগর এলাকা থেকে ভিডিওটি ভাইরাল হয়, যেখানে ২৪ বছর বয়সী নজমিন সুলদেকে একটি চলন্ত মার্সিডিজ-বেঞ্জ গাড়ির বনেটে খালি পায়ে নাচতে দেখা যায়। জানা গিয়েছে ওই ভিডিওতে নজমিন জনপ্রিয় 'অরা ফার্মিং ডান্স' ট্রেন্ড অনুসরণ করছিলেন। এটি মূলত একটি নৌকা রেসে অংশগ্রহণকারী ইন্দোনেশীয় ছেলের ভিডিও থেকে অনুপ্রাণিত। গাড়িটি চালাচ্ছিলেন তাঁর প্রেমিক আল-ফেশ শেখ।

আরও পড়ুন: বাসন না মেজে তাতে প্রস্রাব করছেন পরিচারিকা! ধরা পড়তেই হুলুস্থুল

প্রসঙ্গত, চলতি বছরেই আরও একটি ভিডিও ভাইরাল হয়। ঘটনাটি জানুয়ারী মাসে কানপুরে ঘটে৷ ভিডিওতে দেখা যায়, দ্রুত গতিতে ছুটছে বাইক। তাতে মুখোমুখি বসে উদ্দাম রোমান্সে মত্ত প্রেমিক যুগল। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যুগল কানপুরের বাসিন্দা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, প্রেমিকার হাত ধরে প্রথমে বাইকে চড়ে বসেন যুবক। এরপর দ্রুত গতিতে বাইক চালাতে শুরু করেন। সে সময় যুবকের কোলের উপরে বসেছিলেন তাঁর প্রেমিকা। দু'জনের কারও মাথায় হেলমেট ছিল না। 

পুলিশ জানিয়েছে, কানপুরের গঙ্গা ব্যারেজের কাছে ভিডিওটি তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পুলিশের নজরে পড়ে ভিডিওটি। শনিবারেই যুগলকে খুঁজতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এর আগেও ওই যুবকের বিরুদ্ধে আইন ভেঙে বাইক চালানোর অভিযোগ উঠেছিল। অন্ততপক্ষে দশবার আইন ভাঙার জন্য জরিমানাও দিয়েছিলেন যুবক। তারপরও স্টান্ট দেখাতে থামেননি।