আজকাল ওয়েবডেস্ক: বিয়ের কয়েক মাস পরেই স্বামীর আচরণে বিরাট বদল। প্রায়ই অশান্তি করেন। রাত জেগে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে চ্যাট করেন। ফোনটি তাঁর লক করা থাকে। চাইলেও কিছুই দেখতে পারতেন না স্ত্রী। সন্দেহ ক্রমেই গাঢ় হতে থাকে। স্বামী আদৌ প্রতারণা করছেন কি না, তা জানতেই ভুয়ো অ্যাকাউন্ট খোলেন স্ত্রী। এরপরই হাতেনাতে ধরে ফেলেন স্বামীর কেচ্ছা।
পুলিশ জানিয়েছে, ২৩ বছরের তরুণী মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা। তাঁর স্বামী একটি বেসরকারি সংস্থায় সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন। ফিল্মি কায়দায় স্বামীর কেচ্ছা ফাঁস করেন তিনি। তরুণী পুলিশকে জানিয়েছেন, প্রায়ই রাত জেগে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে চ্যাট করেন স্বামী। কার সঙ্গে এত কথা বলেন স্বামী, সন্দেহ দানা বাঁধে স্ত্রীর মনে।
স্বামীর চরিত্র নিয়ে সন্দেহ হতেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খোলেন তরুণী। এরপর সেই অ্যাকাউন্ট থেকে স্বামীর সঙ্গে বন্ধুত্ব তৈরি করেন। টানা দু'মাস সেই প্রোফাইল থেকেই স্বামীর সঙ্গে কথা বলেন তরুণী। যা বিন্দুমাত্র টের পাননি যুবক। এমনকী তরুণীকে বলেন, তিনি অবিবাহিত এবং বড় কোম্পানিতে কাজ করেন। স্বামী যে মিথ্যাবাদী, সেই প্রথম জানতে পারেন তরুণী।
এরপর একদিন তরুণীর সঙ্গে দেখা করতে চান যুবক। ভুয়ো অ্যাকাউন্ট থেকে সেই প্রস্তাবে রাজিও হন। ক্যাফেতে দেখা করতে গিয়েই যুবকের চক্ষু চড়কগাছ। তিনি দেখেন, তাঁর স্ত্রীই সেখানে বসে আছেন। এরপর শুরু হয় তুমুল অশান্তি। অবশেষে মহিলা থানায় অভিযোগ জানান ওই তরুণী। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও আইনি পদক্ষেপ করা হয়নি। দু'জনকে বুঝিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
