আজকাল ওয়েবডেস্ক:  জার্মানের এক বৈদ্যুতিক ইউটিলিটি কোম্পানিতে এক যুবকের ধারালো বস্তু দিয়ে আঘাতে একজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ-মধ্য জার্মানির ঘটনা৷ অস্বাভাবিক এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জার্মানের বাসিন্দা। ২১ বছর বয়সী এই যুবক জার্মানের একটি বৈদ্যুতিক ইউটিলিটি কোম্পানিতে কাজ করে৷ সম্প্রতি সে ছুরি দিয়ে  একজনকে হত্যা করে৷ তার আক্রমণে আরও দুজন আহত হয়৷  বাভারিয়ান শহর মেলরিচস্ট্যাডে উয়েবারল্যান্ডওয়ার্ক রোয়েন কোম্পানির মাঠে উদ্ধারকর্মীদের একটি দল আহতদের সাহায্য করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় বলে খবর। ঘটনার কারণ এখনও জানা যায়নি। 

 ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে যুবককে। এখনও পর্যন্ত রাজনৈতিক বা সন্ত্রাসী উদ্দেশ্যের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।
বর্তমানে তাকে গ্রেপ্তার করে জেরা করছে পুলিশ৷ কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে৷