আজকাল ওয়েবডেস্ক: মানুষ প্রেমের জন্য কতদূর যেতে পারে? চার হাজার চারশো কিলোমিটার। কীভাবে? এটাই হয়েছে বাস্তবে। ঘটনাটি চীনের।
স্ত্রীয়ের সঙ্গে ভাল সম্পর্ক নেই। বহুদিন নেই দেখা। তাই দেখা করতে চলে গেলেন তিনি। সহায় তাঁর একমাত্র সাইকেল। সেটা চালিয়েই পাড়ি দিলেন চার হাজার চারশো কিলোমিটার পথ। ১০০ দিনেরও বেশি সময় ধরে সাইকেল চালিয়েছেন তিনি। শেষপর্যন্ত পৌঁছতে পেরেছেন স্ত্রীয়ের কাছে।
চীনের ঝাউ নামে ওই বাসিন্দা বসবাস করেন নানজিং প্রদেশে। তাঁর স্ত্রী লি বসবাস করেন সাংহাইতে। জানা গিয়েছে, তাঁদের বিয়ে হয়েছে ২০০৭ সালে। ওই দম্পতির এক ছেলে এবং এক মেয়ে আছে। মনোমালিন্যের কারণে দাম্পত্যে ফাটল ধরে। ফাটল একসময় এতটাই বেড়ে যায় যে তাঁরা আলাদা থাকতে শুরু করেন।
কিন্তু স্ত্রীকে মনে পড়ত স্বামীর। তাই তিনি একদিন সিদ্ধান্ত নিলেন দেখা করার। এরপর বেরিয়ে পড়লেন নিজের সাইকেল নিয়ে। এতটা পথ যাত্রা করতে গিয়ে তিনি প্রথমে একবার হিট স্ট্রোকে আক্রান্ত হন। তাঁকে সে সময় হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। পরবর্তীতে তাঁর ডিহাইড্রেশন হয়ে যাওয়ায় আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। সব বাধা পেরিয়ে অবশেষে তিনি স্ত্রীয়ের কাছে পৌঁছন ২৮ অক্টোবর।
জানা গিয়েছে, লি এই কাহিনি শুনে আর রাগ পুষে রাখতে পারেননি স্বামীর প্রতি। সমস্ত রাগ,অভিমান ভুলে দু'জনের মধ্যে মিল হয়ে গিয়েছে। আবার একসঙ্গে বসবাস করতে শুরু করেছেন তাঁরা। সম্প্রতি এই প্রেমের কাহিনি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।
