আজকাল ওয়েবডেস্ক: শেষ হতে চলেছে ইউক্রেনে রুশ আগ্রাসন? মার্কিন প্রেসিডেন্টের ইঙ্গিত অন্তত তেমনই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন যে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করার বিষয়ে তাঁর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে "ফলপ্রসূ আলোচনা" হয়েছে। আলোচনার সময়, তিনি পুতিনকে দমবন্ধকর অবস্থা থেকে ইউক্রেনীয় সৈন্যদের জীবন বাঁচানোর আহ্বান জানিয়েছেন। ট্রাম্প আশা প্রকাশ করে জানিয়েছেন যে, দুই দেশের সংঘাত শীঘ্রই শেষ হওয়ার "খুব ভালো সম্ভাবনা" রয়েছে।

ট্রাম্প একটি ট্রুথ সোশ্যাল পোস্টে বলেছেন, "বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের খুব ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই ভয়াবহ, রক্তক্ষয়ী যুদ্ধ অবশেষে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।" 

মার্কিন প্রেসিডেন্ট্রে মতে, ইউক্রেনীয় সৈন্যদের অবস্থা অত্যন্ত দুর্বল। রাশিয়া যদি করুণা না দেখায়, তাহলে এর পরের পরিস্থিতি ভয়াবহ গণহত্যার দিকে মোড় নেবে। ট্রাম্র এক্স বার্তায় লিখেছেন, "কিন্তু, এই মুহূর্তে, হাজার হাজার ইউক্রেনীয় সেনা রাশিয়ান সেনাবাহিনী দ্বারা সম্পূর্ণরূপে বেষ্টিত, তারা খুবই খারাপ এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। আমি প্রেসিডেন্ট পুতিনের কাছে অনুরোধ করেছি, যেন তাদের জীবন রক্ষা করা হয়। না হলে এটি একটি ভয়াবহ গণহত্যা হবে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে দেখা যায়নি। ঈশ্বর তাদের সকলের মঙ্গল করুন!!!" 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব করার মাত্র কয়েকদিন পরেই পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ বিরতির চুক্তি মেনেছেন এবং রাশিয়াও নীতিগতভাবে এতে সম্মত হয়েছে।