আজকাল ওয়েবডেস্ক: ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা xAI সম্প্রতি চালু করেছে একটি নতুন অনলাইন বিশ্বকোষ “Grokipedia”, যা সরাসরি Wikipedia-র প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেছে। মাস্ক দাবি করেছেন, Grokipedia হবে “সত্যের উপর ভিত্তি করে তৈরি” একটি বিকল্প, যা তথ্য যাচাই ও পক্ষপাতমুক্ত উপস্থাপনায় উইকিপিডিয়ার থেকে “অনেক বেশি নির্ভরযোগ্য” হবে।
তবে নেটিজেনদের প্রতিক্রিয়া সম্পূর্ণ বিপরীত।অনেকেই অভিযোগ তুলেছেন, নতুন সাইটটি “হুবহু উইকিপিডিয়া থেকে কপি করা”, এমনকি তার গঠন, ফরম্যাট ও লেখার ধরণ পর্যন্ত একই।
https://t.co/op5s4ZiSwh version 0.1 is now live.
— Elon Musk (@elonmusk)
Version 1.0 will be 10X better, but even at 0.1 it’s better than Wikipedia imo.Tweet by @elonmusk
সোমবার Grokipedia আনুষ্ঠানিকভাবে চালু হয়, যেটিকে মাস্ক নিজেই বলেছেন “Version 0.1”। সাইটটিতে ইতিমধ্যে ৮.৮৫ লাখেরও বেশি নিবন্ধ রয়েছে। তুলনাস্বরূপ, ইংরেজি উইকিপিডিয়ায় বর্তমানে প্রায় ৭০ লক্ষেরও বেশি নিবন্ধ আছে। মাস্ক ঘোষণা করেছেন, শীঘ্রই আসছে “Version 1.0”, যা বর্তমান সংস্করণের তুলনায় “দশগুণ ভালো” হবে।
মাস্ক X (পূর্বের টুইটার) প্ল্যাটফর্মে লেখেন, “Grok এবং Grokipedia.com-এর লক্ষ্য একটাই — সত্য, সম্পূর্ণ সত্য, এবং শুধুমাত্র সত্য। আমরা নিখুঁত হব না, তবে সেই লক্ষ্যেই আমরা অবিচলভাবে এগিয়ে যাব।” অন্য এক পোস্টে তিনি আরও লেখেন, “Grokipedia সম্পূর্ণ ওপেন সোর্স, যে কেউ বিনামূল্যে এটি ব্যবহার করতে পারবেন।”
প্রতিবেদন অনুযায়ী, Grokipedia-এর প্রাথমিক উদ্বোধন সেপ্টেম্বরের শেষে হওয়ার কথা থাকলেও মাস্ক নিজেই তা পিছিয়ে দেন। তাঁর বক্তব্য, “প্রচারমূলক ও রাজনৈতিক পক্ষপাত” দূর করার জন্যই বিলম্ব করা হয়।
উল্লেখযোগ্যভাবে, মাস্ক অতীতে বহুবার উইকিপিডিয়াকে “বামপন্থী পক্ষপাতদুষ্ট” বলে অভিযোগ করেছেন। তাঁর দাবি, “উইকিপিডিয়া একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে, যা সত্যকে বিকৃত করে।” এ বছরের শুরুর দিকে তিনি উইকিপিডিয়াকে “চূড়ান্ত তথ্যসূত্র” হিসেবে ব্যবহার না করার পরামর্শ দেন, কারণ তাঁর মতে, উইকিপিডিয়ার সম্পাদকীয় নীতিতে “অতিরিক্ত বামপন্থী প্রভাব” রয়েছে।
২০০১ সালে প্রতিষ্ঠিত উইকিপিডিয়া নিজেকে একটি নিরপেক্ষ, মুক্ত ও সমবায়ভিত্তিক অনলাইন বিশ্বকোষ হিসেবে উপস্থাপন করে, যেখানে হাজার হাজার স্বেচ্ছাসেবক বিনামূল্যে নিবন্ধ সম্পাদনা করেন। এটি পরিচালিত হয় Wikimedia Foundation, একটি অলাভজনক সংস্থার মাধ্যমে, যা মূলত জনসাধারণের অনুদানে পরিচালিত।
আরও পড়ুন: ক্রেডিট স্কোর ভাল হলেই কমবে ইএমআই! কী বলছে আরবিআই
অন্যদিকে, Grokipedia পরিচালিত হচ্ছে সম্পূর্ণ ভিন্নভাবে। এটি xAI-এর AI সহকারী “Grok” দ্বারা পরিচালিত, যা X প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। সাইটটি স্বয়ংক্রিয়ভাবে AI মডেলের মাধ্যমে নিবন্ধ তৈরি ও আপডেট করে, যেখানে মানুষের সম্পাদনার পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তাই মূল চালিকা শক্তি।
তবে নেটিজেনদের অনেকেই নতুন উদ্যোগটিকে তীব্রভাবে সমালোচনা করেছেন। এক ব্যবহারকারী X-এ লিখেছেন, “Grokipedia থেকে একটি পৃষ্ঠা কপি করে যদি Grok-এ দেন, তবে সে নিজেই তার সমস্ত ভুল ও যুক্তির ত্রুটি দেখিয়ে দেবে—এটা সত্যিই বিব্রতকর।” অন্যরা বলেছেন, “এটি উইকিপিডিয়ার সোজাসুজি নকল সংস্করণ।”
তবে সমর্থকরাও রয়েছেন। তাঁদের মতে, Grokipedia নতুন প্রযুক্তির মাধ্যমে তথ্য উপস্থাপনায় একটি নতুন দিক উন্মোচন করবে, যেখানে AI নির্ভর তথ্য যাচাই ও স্বয়ংক্রিয় আপডেট ভবিষ্যতের অনলাইন বিশ্বকোষের ধারা বদলে দিতে পারে।
ইলন মাস্কের Grokipedia এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও এটি ইতিমধ্যেই অনলাইন জগতে এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কেউ দেখছেন “সত্যের নতুন ঠিকানা” হিসেবে, আবার কেউ বলছেন “একটি নিছক কপি সংস্করণ” মাত্র।
