আজকাল ওয়েবডেস্ক: সাংহাই কো-অপারেশনের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসলামাবাদে আমন্ত্রণ জানাল পাকিস্তান। জানা গিয়েছে, অক্টোবরে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে SCO অন্তর্গত দেশগুলির রাষ্ট্রনেতাদের বৈঠক। সেখানে যোগ দিতেই নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারত ছাড়াও বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে চিন, রাশিয়া, উজবেকিস্তান সহ বেশ কয়েকটি দেশের।
অক্টোবর মাসের মাঝামাঝি এই বৈঠক হওয়ার কথা রয়েছে ইসলামাবাদে। অংশগ্রহণকারী প্রত্যেক দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। সেই তালিকায় রয়েছেন মোদিও। তবে ভারতের তরফে প্রধানমন্ত্রী আদৌ পাকিস্তান যাবেন কিনা সে বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। শেষবারের SCO সম্মেলনে যোগ দেননি মোদি। সেবার সম্মেলন হয়েছিল কাজাখাস্তানে। সেখানে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
বর্তমানে, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক রয়েছে তাতে করে মোদির বৈঠকে যোগ দেওয়ার খুব একটা সম্ভাবনা দেখছে না রাজনৈতিক মহল। বিশেষজ্ঞদের মতে, এবারেও সম্মেলনে যোগ দিতে প্রতিনিধি পাঠাবে ভারত। প্রসঙ্গত, গত বছর গোয়ায় যখন SCO সম্মেলন হয় সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী যোগ দেননি। তাঁর বদলে এসেছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো।
