আজকাল ওয়েবডেস্ক: গ্রীষ্মকালে বিদ্যুতের বিল অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বিশ্বের নানা প্রান্তের মানুষ দুশ্চিন্তায় দিন কাটান। যথাসাধ্য চেষ্টা করেন খরচ কমানোর। এরই মধ্যে পাকিস্তানের এক মৌলানা অদ্ভুত এক সমাধান দিয়েছেন বিদ্যুতের বিল কমানোর। যাকে ঘিরে হাস্যরস ছড়িয়ে পড়েছে ইন্টারনেট জুড়ে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, পাকিস্তানি টিভি টক শো-তে মৌলানাকে এক মহিলা প্রশ্ন করছেন, ‘বিদ্যুতের বিল খুব বেড়ে যাচ্ছে। এমন কোনো উপায় আছে যাতে বিল কমে?’
প্রশ্নের উত্তরে অনুষ্ঠানে উপস্থিত মৌলানা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আপনি যদি চান বিদ্যুতের বিল কমে যাক তার একটি আধ্যাত্মিক পদ্ধতি আছে। নিজের তর্জনী (Index Finger) দিয়ে বিদ্যুতের মিটারে ‘জ্যাম জ্যাম’ (zam zam) শব্দটি লিখুন। মাসে দু’বার, একবার আজকে এবং আরও একবার ১৫ দিন পরে এটি লিখুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার বিল কমে যাবে’। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়তেই শুরু হয় হাস্যকর মন্তব্যের বন্যা। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘আমি চেষ্টা করলাম। এখন সরকার আমাকেই উল্টে টাকা দিচ্ছে বিদ্যুৎ ব্যবহার করার জন্য’।
আর এক ব্যক্তির মন্তব্য, ‘আমি তো শুনেই অবাক হয়েছি উনি মানুষকে জিন ডাকতে বলেননি বিল কমানোর জন্য’। একজন মজার ছলে লেখেন, ‘আমি সত্যিই চেষ্টা করেছিলাম। বিদ্যুতের বিল তো কমেনি, কিন্তু সবাই ভেবেছিল আমি জ্যামের বিজ্ঞাপন দিচ্ছি। শেষে জ্যাম কোম্পানি কিসান আমাকে ১০০ টাকা বকশিস দিয়েছে’। ইতিমধ্যেই ভাইরাল হওয়া এই মজার ভিডিওটি ১.৪ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। সামাজিক মাধ্যমে প্রবল ট্রোলিংয়ের মুখে পড়েছেন ওই মৌলানা।
