আজকাল ওয়েবডেস্ক: বিলাসবহুল গাড়ির ডিকি থেকে পচা দুর্গন্ধ বের হতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ডিকি খুলতেই আঁতকে ওঠে সকলে। গাড়ির ডিকির মধ্যে ছিল এক তরুণীর মৃতদেহ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জানা গিয়েছে, দেহটি ২৪ বছর বয়সি হর্ষিতা ব্রেলার। দু'দিন ধরে পরিবারের কেউ তাঁর খোঁজ পাননি। খোঁজ নেই তাঁর স্বামীরও। কীভাবে হর্ষিতার দেহ গাড়ির ডিকিতে এল? তদন্তে নেমে চমকেও গেল পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পূর্ব লন্ডনে। নর্থ্যাম্পটনশায়ার পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে, মৃত তরুণী দিল্লির বাসিন্দা ছিলেন। গত বছর পঙ্কজ লাম্বারইয়ের সঙ্গে বিয়ে হয়। চলতি বছরে এপ্রিল মাসে লন্ডনে স্বামীর সঙ্গে থাকতে আসেন হর্ষিতা। ১০ নভেম্বর শেষবার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারপর দু'দিন কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। বন্ধ ছিল মোবাইল ফোন।
পুলিশ জানিয়েছে, তদন্তে নেমেই একটি বিলাসবহুল গাড়ির ডিকি থেকে হর্ষিতার দেহ উদ্ধার করা হয়। তদন্তকারীদের অনুমান, পঙ্কজ তাঁকে খুন করেছেন। খুনের পর গাড়ির ডিকিতে দেহ ভরে নর্থ্যাম্পটনশায়ার থেকে ইলফোর্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে গাড়িটি রেখে ভিন দেশে পালিয়ে গেছেন পঙ্কজ। ৬০ জন গোয়েন্দা একসঙ্গে হত্যাকাণ্ডের তদন্ত চালাচ্ছেন।
স্থানীয়রা জানিয়েছেন, হর্ষিতার সঙ্গে প্রায়ই তুমুল অশান্তি হত পঙ্কজের। নিয়মিত স্ত্রীকে মারধর করতেন। চেঁচামেচির শব্দ শুনতে পেতেন প্রতিবেশীরা। হর্ষিতার দেহেও আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের অনুমান, হর্ষিতাকে শ্বাসরোধ করে খুন করছেন পঙ্কজ।
