আজকাল ওয়েবডেস্ক: কখনও নিজের গুগল ম্যাপের দিকে তাকিয়ে দেখেছেন। সেখানে বেশ কয়েকটি রং রয়েছে। সেখানে লাল, সবুজ, হলুদ, নীল, বেগুনি এবং বাদামি রং থাকে। প্রতি রঙের একটি আলাদা করে বৈশিষ্ট্য থাকে। যদি বুদ্ধি করতে চলতে পারেন তাহলে এখান থেকে আপনার যাত্রা হতে পারে সহজ।


যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের কাছে অতি দরকারি টুল হল গুগল ম্যাপ। সেখানে আপনি নতুন শহরে যান বা ট্রাফিক জ্যামকে এড়াতে চান গুগল ম্যাপ আপনাকে সঠিক সময়ের আপডেট দিতে থাকে। তবে এবার জেনে নিন গুগল ম্যাপের বিভিন্ন রংগুলির মানে কী।


অনেকে মনে করেন এই রংগুলি একটি ডিজাইন ছাড়া কিছুই নয়। তবে সেটা সত্যি নয়। প্রতি রং আপনাকে আপনার যাত্রা নিয়ে সচেতন করে দেবে।


সবুজ:  যদি নিজের গুগল ম্যাপে সবুজ লাইন দেখতে পান তাহলে মনে রাখবেন আপনার রাস্তায় কোনও ট্রাফিক জ্যাম নেই। সহজেই নিজের গন্তব্যে পৌঁছতে পারবেন।


হলুদ বা কমলা: হলুদ বা কমলা রং আপনাকে বুঝিয়ে দেবে খানিকটা ট্রাফিক জ্যাম রয়েছে। সেইমতো আপনি সেই রাস্তাকে এড়িয়ে যেতে পারবেন।


লাল: লাল মানেই সতর্কতা। এর মানে হল আপনার সামনে প্রচুর ট্রাফিক জ্যাম রয়েছে। সেখানে আপনাকে বিকল্প পথের কথা ভাবতে হবে।


নীল:  যদি গুগলে ন্যাভিগেশন চালু করেন তাহলে নীল রংটি দেখতে পারবেন। এটি আপনার শুরুর পথ থেকে শুরু করে সঠিক পথ দেখাবে।


বেগুনি: বেগুনি রং থেকে আপনি বুঝতে পারবেন আপনার সামনে লম্বা রাস্তা রয়েছে। সেখানে হাল্কা থেকে মাঝারি ট্রাফিক হতে পারে। 


বাদামি: বাদামি রং থেকে আপনি বুঝতে পারবেন আপনি কোনও পাহাড়ি এলাকায় এসেছেন। সেখানকার পরিবেশও আপনাকে বলে দেবে গুগল। 


ব্যাস, আর চিন্তা না করে এই রঙের খেলাকে বুঝে নিন। তাহলেই নিজের যাত্রাপথ সহজ হবে।