আজকাল ওয়েবডেস্ক: সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার সকাল। কয়েকঘণ্টার টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। হাওয়া অফিস জানিয়েছে, ২২.০৯.২০২৫ থেকে ২৩.০৯.২০২৫ সকাল সাড়ে ছ'টা পর্যন্ত গড় বৃষ্টিপাত ২৪৭.৫ মিমি। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সাত জন। আরও বিপদ এড়াতে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন (সিইএসসি)।
মঙ্গলবার নিজেদের এক্স হ্যান্ডলে পোস্ট করে সিইএসসি জানিয়েছে, “একটানা বৃষ্টিতে জমা জল এবং নাগরিক সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। জল না নামা পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে।” সিইএসসি আরও জানিয়েছে, “বেনিয়াপুকুর, পার্ক সার্কাস, বেলিয়াঘাটা, আলিমুদ্দিন স্ট্রিট, কাঁকুরগাছির একাংশ, টালিগঞ্জ, বেহালা, এলগিন রোড ছাড়াও আরও কিছু এলাকায় পরিষেবা ব্যাহত হবে। আমাদের কর্মীরা পরিষেবা স্বাভাবিক রাখার সব রকম চেষ্টা করছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।”
Due to water-logging as a result of incessant rainfall and out of abundant caution considering public safety, supply to the following areas has been kept switched off until water recedes :
— CESC Limited (@CESCLimited)
Beniapukur, Park circus, Beliaghata, Alimuddin street, Parts of Kankurgachhi, Tollygunge,… pic.twitter.com/gcfwQ0WfRSTweet by @CESCLimited
কয়েকঘণ্টার টানা বৃষ্টিতে ডুবেছে শহর। উত্তর, মধ্য, দক্ষিণ কলকাতা একপ্রকার জলের তলায়। জলমগ্ন গোটা সল্টলেক চত্বর এবং পার্শ্ববর্তী এলাকাও। মঙ্গলবার শহরের দিকে তাকালেই দেখা যাচ্ছে, মানিকতলা থেকে মুদিয়ালি, সর্বত্র কোমর জল। ডুবে গিয়েছে রাস্তাঘাট। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি, অটো জলের তলায়। লাইনে জল জমে গিয়ে ব্যাহত ট্রেন, মেট্রো চলাচল। কয়েক ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। শহরবাসী মনে করতে পারছেন না, প্রতি বর্ষায় কম বেশি জলযন্ত্রণা হলেও, শেষ কবে এই পরিমাণ বৃষ্টির সাক্ষী থেকেছে শহর।
আরও পড়ুন: জলমগ্ন কলকাতায় পরিস্থিতি ভয়াবহ, গত কয়েকঘণ্টায় শহরের কোথায় কতটা বৃষ্টি হল? দেখুন একনজরে
প্রবল বর্ষণ পরিস্থিতিতে, রেলের তরফে জানানো হয়েছে, মুষলধারে বৃষ্টিপাতের কারণে হাওড়া স্টেশন ইয়ার্ড, শিয়ালদহ দক্ষিণ স্টেশন ইয়ার্ড, চিৎপুর উত্তর কেবিন, বিভিন্ন গাড়ি শেড এবং শিয়ালদহ ইয়ার্ডের বিভিন্ন স্থানে জলমগ্ন। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের রেললাইনে জল জমেছে। জমে থাকা জল বার করার জন্য বেশ কয়েকটি জায়গায় জল পাম্প বসানো হয়েছে, কিন্তু সংলগ্ন সিভিল এলাকায় জল জমে যাওয়ায় জল বার করার প্রক্রিয়া জারি থাকলেও জল পুনরায় রেলওয়ে ইয়ার্ডে ফিরে আসছে।
কয়েকঘণ্টার ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ব্যাহত মেট্রো পরিষেবাও। মঙ্গলবার সকালে মেট্রোর তরফে জানানো হয়েছে, “রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে, মহানায়ক উত্তম কুমার এবং রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝখানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, 'জল সরানোর কাজ চলছে। মেট্রো রেলওয়ের কর্মকর্তা ও কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। স্বাভাবিক পরিষেবাগুলি যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় চালু হবে বলে আশা করা হচ্ছে।”
