আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা খাস কলকাতায়। বেপরোয়া ট্যাক্সির ধাক্কায় একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও মেয়ে। দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিটি রোড এলাকায়। মৃতেরা হলেন, অমিত কুমার শাহ এবং তাঁর মেয়ে মিশিকা শাহ। 

 

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে পাইকপাড়ায়। সকালে পাঁচ বছর বয়সি মিশিকাকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তার বাবা। চিৎপুর থানার বিটি রোডে বোরোলিন টাওয়ারের কাছে আচমকা একটি বেপরোয়া ট্যাক্সি দুজনকেই ধাক্কা মারে। ট্যাক্সির ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়েন দু'জনে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা, পথচারী এবং চিৎপুর থানার পুলিশ। 

 

গুরুতর আহত অবস্থায় বাবা-মেয়েকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন দু'জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। তাঁদের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। 

 

দুর্ঘটনার পর ট্যাক্সি চালককে গ্রেপ্তার করেছে চিৎপুর থানার পুলিশ। ট্যাক্সিটিকে আটক করা হয়েছে। ট্যাক্সির গতি কত ছিল, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত জারি রেখেছে পুলিশ।