আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় ভরা রাস্তায় উদ্ধার রক্তাক্ত দেহ। সোমবার সাতসকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ কলকাতার কসবায়। আজ কসবার মন্দিরপাড়া এলাকায় উদ্ধার হয়েছে এক যুবকের রক্তাক্ত দেহ। সকাল সাড়ে সাতটা নাগাদ রুবি মোড়ে কর্তব্যরত পুলিশকর্মীরা রুবি মোড়ের কিছু দূরেই অচৈতন্য, রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে। তার অদূরে একটি স্কুটিও তারা পড়ে থাকতে দেখে। যুবকের নাম, পরিচয় এখনও জানা যায়নি। 

পুলিশ সূত্রে খবর, সকালেই ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে মৃতদেহটি। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার জেরেই সম্ভবত যুবকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। 

যে জায়গায় মৃতদেহটি পড়ে থাকতে দেখা গিয়েছিল, তার আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি সেই সময় যাঁরা সেখানে উপস্থিত ছিলেন তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।