আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার শিয়ালদা আদালতে পেশ করা হয়েছিল আরজি কর হাসপাতালের ঘটনার প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে। ঘটনার ২৪ ঘণ্টার মাথায় সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর সঞ্জয়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়। খুনের ২৪ দিন পর সঞ্জয়কে পেশ করা হয়েছিল শিয়ালদা আদালতে। ভার্চুয়াল শুনানি ছিল এদিন।
কিন্তু অদ্ভুতভাবে এদিন আদালতে দেখা মিলল না সিবিআই অফিসারের। আদালতের ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রশ্ন উঠছে, এত বড় একটা ঘটনা যেটাকে ঘিরে রীতিমত আলোড়ন উঠেছে সমাজে। রাস্তায় নেমেছেন এত মানুষ, তার শুনানিতে এত ঢিলেমি কেন? প্রধান অভিযুক্তকে আদালতে পেশ করা হচ্ছে আর সেখানে দেখা মিলছে না তদন্তকারী অফিসারের। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সিবিআইকে আক্রমণ করল রাজ্যের শাসক দল।
এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে লেখা হয়, '২৪ দিন পর আরজি কর হাসপাতালের ঘটনার প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে আদালতে পেশ করা হল। কিন্তু তদন্তকারী অফিসার কোথায়? সিবিআই আইনজীবী কোথায়? কোথাও দেখা মিলল না! ঘটনার তদন্তে যে সিবিআইয়ের কোনওরকম উৎসাহ নেই তারই প্রমাণ মেলে এই ঘটনায়। প্রকাশ্য দিবালোকে বিচারব্যবস্থার সাবোটাজ করা হচ্ছে। নিজেদের কাজ করার আগে সিবিআই বিজেপির লোক ছাড়া আর কিছুই না।'
উল্লেখ্য, এদিন শুনানি শুরু হওয়ার পর আইনজীবীর দেখা না মেলায় বিচারক প্রশ্ন করেন। তখন জানানো হয়, কিছুক্ষণের মধ্যে তিনি যোগ দেবেন। শুনানি শুরু হওয়ার প্রায় এক ঘণ্টার মাথায় দেখা মেলে সিবিআই আইনজীবীর। বিচারক বলেন, জামিন দিয়ে দেব কী? পরে অবশ্য জামিন পাননি সঞ্জয়। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।
