আজকাল ওয়েবডেস্ক: ২৫ সেপ্টেম্বর, ১৭ অক্টোবর, ৩ নভেম্বর। প্রথম দু'দিন যেন পথ তৈরি, শেষ দিনের। ২৫ সেপ্টেম্বর, অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় শোভন চ্যাটার্জির। সেদিন থেকেই রাজ্যের রাজনীতিতে জোর জল্পনা, শোভনের ঘর ওয়াপসি নিয়ে। মাঝে জল্পনা হয় মমতা-শোভন সাক্ষাৎ নিয়ে। ১৭ অক্টোবর শোভনের তৃণমূলে প্রত্যাবর্তন আরও স্পষ্ট হয় কিছুটা। ১৭ তারিখ ঘোষণা করা হয়, নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির নতুন চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়।
সূত্রের খবর, ৩ নভেম্বর তৃণমূল ভবনে সুব্রত বক্সি, অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেবেন শোভন চ্যাটার্জি। সঙ্গে আরও একজনের যোগদানের সম্ভাবনা, তৃণমূল সূত্রের খবর তেমনটাই। জানা যাচ্ছে, শোভনের সঙ্গেই এদিন তৃণমূলে যোগ দিচ্ছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তাঁরা এখনও পর্যন্ত এই বিষয়ে যদিও কোনও মন্তব্য করেননি। আজকাল ডট ইন-এর পক্ষ থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি হ্যাঁ, বা না কিছুই বলেননি। খানিক হাসলেন, যেন, তিনিও বলছেন, সাত বছর পরের এই প্রত্যাবর্তনের জন্য আর একটু ধৈর্য ধরে যাক বাকিরা। তবে তৃণমূল সূত্রের খবর, সোমবার দলে যোগাদান করেই, মঙ্গলবার তৃণমূলের মিছিলে হাঁটবেন শোভন চ্যাটার্জি।
শোভন চ্যাটার্জি। কলকাতার প্রাক্তন মেয়র। রাজনীতিতে বরাবর মমতা-ঘনিষ্ঠ বলে পরিচিত। ২০১৯-এর লোকসভা ভোটের আগে, মতবিরোধ, মনকষাকষি থেকে দল ছেড়েছিলেন শোভন। ২০১৯ সালে ১৪ আগস্ট বিজেপিতে যোগদান করেন। তবে গেরুয়া শিবিরে খুব বেশিদিন ছিলেন না। নানা কারণে, প্রায় দু' বছরের মাথায়, ২০২১ সালে পদ্মশিবির থেকে সরে যান তিনি। মাঝে নানা মত নিয়ে বিতর্ক, পরেও নজর থেকেছে তাঁর গতিবিধির দিকে।
জল্পনা তীব্র হয়, সেপ্টেম্বরে অভিষেক-সাক্ষাতের পর। সাক্ষাতের পর, আজকাল ডট ইন-কে শোভন জানিয়েছিলেন, 'এই সাক্ষাৎ একেবারেই হঠাৎ নয়। অভিষেকের পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ। আমি নিজেকেও ওই পরিবারের অংশ মনে করি। মমতাদিই তো আমাকে আমার সামগ্রিক অবস্থান, পরিচিতি সব দিয়েছে। আমি মমতাদির পরিবার এবং তৃণমূল কংগ্রেসের পরিবারের প্রতি কৃতজ্ঞ।' সেদিনই শোভন জানিয়েছিলেন, তিনি ইচ্ছে প্রকাশ করেছেন, দলের যে কোনও কাজে, পরিবারের অংশ হিসেবে যুক্ত হতে। তিনি বলছেন, 'আমি তো আগ্রহ প্রকাশ করেছি অবশ্যই। পুজোর আগের সাক্ষাৎ হলেও, রাজনীতি নিয়ে তো কথা হয়েছেই। যদি নির্দেশ আসে, তৃণমূল কংগ্রেসের কোনও কাজে যুক্ত হওয়ার, আমি তাতে রাজি। আমি নিজেই আগ্রহ প্রকাশ করেছি।'
শুধু সাক্ষাৎ নয়, প্রায় চার দশকের বেশি সময় ধরে, বলা যায় একেবারে গোড়ায় দিন থেকে তৃণমূলের সঙ্গে জড়িয়ে থাকা শোভন অভিষেকের রাজনীতিতে অভিষেকের সাক্ষী, দেখেছেন তাঁর পরিণতভাব, রাজনৈতিক বিকাশ এবং বিপুল দায়িত্ব সামলানো। বলেছিলেন, তিনি অভিষেককে দেখে বুঝতে পারেন, কেবল বড়দের থেকেই শিক্ষা নেওয়া যায় এমনটা নয়। অনেকসময় শেখা যায় ছোটদের থেকেও। তারপরেই ১৭ সেপ্টেম্বর জানা যায়, নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির নতুন চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। বাকি সমস্ত জল্পনার অবসান সোমবার হতে চলেছে বলেই খবর তৃণমূল সূত্রে।
