আজকাল ওয়েবডেস্ক: ৪৩ জন চিকিৎসকের বদলি স্থগিত করল রাজ্যের স্বাস্থ্যভবন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপের পর এই বদলির নির্দেশ স্থগিত রাখা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাঃ কৌস্তভ নায়েক রাজ্যের মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষদের নয়া নির্দেশ পাঠিয়ে দেন। নির্দেশিকা পেয়েই শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এই কথা জানানো হয়েছে।

 

স্বাস্থ্য ভবন জানিয়েছে, বদলির কথা জানতেন না মুখ্যমন্ত্রী। সে কারণে আপাতত বদলি স্থগিত রাখা হল। উল্লেখ্য, প্রসঙ্গত, এর আগে একসঙ্গে ৪৩ জন চিকিৎসককে বদলি করার নির্দেশ দেয় রাজ্য স্বাস্থ্য দপ্তর। দপ্তরের তরফে এই বদলিকে রুটিন বলে বলা হলেও অভিযোগ উঠেছে এই চিকিৎসকরা যেহেতু আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাই তাঁদের বদলি করা হয়েছে।

 

একসঙ্গে ৪৩ চিকিৎসকের বদলির নির্দেশিকার পর প্রশাসনকে তীব্র আক্রমণ করে বিরোধীরা। সরব হন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর কথায়, ‘রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির পক্ষে। তাহলে চিকিৎসকদের দোষ কোথায়?’ শনিবার বিকেলে পূর্ব বর্ধমানের নান্দুরে খুন হওয়া আদিবাসী তরুণীর বাড়িতে এসেছিলেন নওশাদ। সেখানেই একথা বলেন তিনি।