আজকাল ওয়েব ডেস্ক: পুজো শেষে ত্বকের জেল্লা একেবারে তলানিতে পৌঁছয়।রোদ, ধুলো ময়লাকে সঙ্গে করে নিয়েই পুজোর আনন্দ সমানভাবে চলতে থাকে। সুতরাং আপনার হাত, পায়ের পাতা, ঘাড়ের মতো উন্মুক্ত অংশে প্রচুর ট্যান ও ময়লা জমে যায়।পাশাপাশি হাত ও পায়ের নখের সৌন্দর্যও এতে নষ্ট হয়।মুখের ত্বকের জন্য যে যত্ন নিই শরীরের অন্যান্য অংশগুলো নিয়ে ততটা ভাবি না।অযত্ন আর অবহেলায় পড়ে মলিন হয়ে পড়ে সেই সব অঙ্গগুলি।এরপর আস্তে আস্তে ছোপ ছোপ কালো দাগ পড়ে যায়।তার জন্য পার্লারে ঘণ্টার পর ঘণ্টা লাইনও দেন।তবে খুব উপকার যে পাওয়া যায় তা কিন্তু নয়।
আপনি চাইলেই সময় বাঁচিয়ে ঘরেই এই জমে থাকা ময়লা পরিষ্কার করে সৌন্দর্য বাড়িয়ে নিতে পারেন।জেনে নিন সেই হদিশ।তাহলে স্বল্প খরচে পার্লারের মতো উজ্জ্বল ত্বক পেতে এই উপায়ই ভরসা।
একটি অর্ধেক করে কেটে রাখা লেবুর ওপর একটি ছোট প্যাকেটের শ্যাম্পুর সবটা ঢেলে দিন। এবার এতে একে একে এক চামচ করে কফি পাউডার ও হলুদগুঁড়ো দিন। সম্পূর্ণ মিশ্রনটি ভাল করে আঙ্গুল দিয়ে মিশিয়ে নিন।
হাতের তালু, কনুইয়ের উপর লেবুর রস নিংড়ে নিতে নিতে ঘষুন।এতে আপনার হাতের সব সমস্ত ধুলো, নোংরা পরিস্কার হয়ে যাবে। একইভাবে পায়ের পাতা, নখের উপর ও আঙুলের ফাঁকে লেবুর রস দিয়ে ঘষতে থাকুন।আধঘন্টা মাখিয়ে রাখুন। এবার জল দিয়ে ধুয়ে ফেলুন।পায়ের ময়লা উঠে চকচকে ত্বক আপনাকেই চমকে দেবে।
লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক অ্যাসিড। যা ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে।যে কোনও ফেসপ্যাকের সঙ্গে একটু করে লেবুর রস মিশিয়ে ব্যবহার করে দেখুন। মুখের কালো দাগ উধাও হয়ে যাবে। তাছাড়া কফি এক্সফোলিয়েটর হিসেবে দুর্দান্ত কাজ করে।এটি ত্বক থেকে সমস্ত ধুলো-ময়লা দ করে দেয় এবং ত্বককে নরম ও সতেজ করে তোলে।
