আজকাল ওয়েবডেস্ক: একদিকে রোদ অন্যদিকে ধুলোবালি, প্রকৃতির দ্বিমুখী আক্রমণে নাজেহাল অবস্থা ত্বকের। অনিবার্য ফল কালচে ভাব। কারও কারও ক্ষেত্রে সমস্যা এতোটাই বেশি যে মুখের রং বদলে যাওয়ার উপক্রম। কিন্তু সময়ের অভাবে অনেকেই ত্বকের যত্ন নিতে পার্লারে যেতে পারেন না। অতএব উপায়? উপায় আছে বাড়িতেই। বাড়িতেই তৈরি করে নিন এমন একটি মিশ্রণ যা মুখের কালচে দাগ ছোপ দূর করবে।

প্রথমে একটি বাটির ভিতরে দুই চামচ গোলাপ জল নিয়ে নিন। এবার সেই গোলাপ জ্বলে অর্ধেক পাতিলেবুর রস চিপে মিশিয়ে দিন। এই মিশ্রণে সবার শেষে যোগ করুন দুই চা চামচ গ্লিসারিন। ত্বকে এই মিশ্রণ প্রয়োগ করার আগে অন্য একটি পাত্রে অল্প কাঁচা দুধ নিন। প্রথমে দুধ ঠান্ডা করুন। এর পর একটি তুলো সেই দুধে ভিজিয়ে ত্বকের ক্ষতিগ্রস্ত অংশে ঘষুন। প্রথম দু'বারে তুলো কিছুটা ময়লা হয়ে যাবে। তৃতীয়বার তুলো ভিজিয়ে ঘষলে দেখবেন আর তুলো কালো হচ্ছে না। এইবার আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণ ত্বকে লাগিয়ে নিন।  শুকিয়ে গেলে ঠান্ডা জলে স্থানটি ধুয়ে নিন। এই পদ্ধতি এক সপ্তাহ অনুসরণ করলেই দেখবেন ফিরে এসেছে ত্বকের জেল্লা।

তবে মনে রাখতে হবে, সব উপাদান সবার ত্বকে নাও সইতে পারে। তাই আগে অল্প একটু মিশ্রণ ত্বকের একাংশে লাগিয়ে পরীক্ষা করে নিন। যদি অসুবিধা না হয় তবেই বাকি মিশ্রণ ব্যবহার করুন।