আজকাল ওয়েব ডেস্ক: চুল পড়ার সমস্যায় প্রায় সকলেই জেরবার। তারপর আবার কালো রঙের জামা পড়তে ভয় পান।খুসকি ছড়িয়ে পড়ে লজ্জ্বার ব্যাপার হয়ে দাঁড়ায়। সমস্যার সমাধান করতে মাথায় তেল মাখলেই হবে না, মানতে হয় কিছু নিয়মও।

মাথার ত্বকে ছত্রাকের সংক্রমণ থেকেই মাথায় খুশকির সমস্যা শুরু হয়। শুরু থেকেই যত্ন না নিলে চুল পড়ার সমস্যা অনেক বেড়ে যায়। ভ্যাপসা গরম বা কখনও বৃষ্টিতে মাথার তালু ভেজা থাকে।ফলে মাথায় ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।অনেকেই খুশকি কমাতে মাথায় গরম তেল লাগান, এর ফলে খুশকি কমার বদলে বেড়ে যায়।

চুলের যত্নে নিমপাতার ভুমিকা অনবদ্য।তাই এই পাতা দিয়ে হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করুন চুলে। খুশকির উপদ্রব কমে চুলের জেল্লা ফিরে আসবে।

একটি বাটিতে ২০-৩০টি ভাল করে ধুয়ে রাখা নিমপাতা নিন।এক চামচ চাল ও দু'কাপ জল দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে সমস্ত উপকরণ ছেঁকে নিয়ে জলটি আলাদা পাত্রে সরিয়ে রাখুন।আপনার ব্যবহারের এক চামচ শ্যাম্পু ওই জলে মিশিয়ে নিন। সম্পূর্ণ মিশ্রনটি দিয়েই চুল পরিষ্কার করে ধুয়ে নিন। তাড়াতাড়ি উপকার পেতে সপ্তাহে তিনদিন এই পদ্ধতিতে চুল পরিষ্কার করুন। খুশকি দূর হয়ে আপনার চুল পড়া বন্ধ হবে।বাড়বে চুলের জেল্লা।

চুলের বৃদ্ধির পাশাপাশি নতুন করে চুল গজাতেও সাহায্য করে নিম। নিমের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণগুলি হেয়ার ফলিকল এবং চুলের গোড়া শক্ত করে। ফলে চুল পড়ার সমস্যা কমে এবং চুলের বৃদ্ধি হয় ও নতুন চুল গজায়।

নিমে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। যা চুলের জেল্লা ফেরায়। চুলের বৃদ্ধিতেও সাহায্য করে ও ভিতর থেকে পুষ্টি জোগায়। ময়শ্চারাইজ করে চুলকে ডিপ কন্ডিশনিং করে।স্ক্যাল্পে ফাংগাল ইনফেকশন সারিয়ে তুলতে সাহায্য করে।খুশকির সমস্যা সমাধান করে।অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকায় স্ক্যাল্পের নানা সংক্রমণ, খুশকি সারিয়ে তুলতে সাহায্য করে।