আজকাল ওয়েব ডেস্ক: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রত্যেক রাশির অধিপতি গ্ৰহেরা একটি নির্দিষ্ট সময়ের পর নিজেদের স্থান পরিবর্তন করে।যার সুফল ও কুফল উভয়েরই পরিনাম ভোগ করতে হয় সেই রাশির জাতক জাতিকাদের।

প্রায় ১২ বছর পর বৃহস্পতি শুক্রের রাশিতে প্রবেশ করায়, শুক্রের অধিপতি বৃষের সঙ্গে চন্দ্র ও বৃহস্পতির রাজযোগ তৈরি হয়েছে।এই অবস্থাকে বলে গজকেশরী যোগ।গজকেশরী রাজযোগের নির্মাণ হওয়ায় জাতক-জাতিকাদের জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে।

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য গজকেশরী অত্যন্ত শুভ হতে চলেছে ৷এই রাজযোগ রাশির চতুর্থ ঘরে তৈরি হবে।বড়সড় মুহূর্ত আসতে চলেছে এই রাশির জীবনে।বিশাল অঙ্কের টাকা পাবেন জাতক-জাতিকারা।পারিবারিক জীবন অত্যন্ত সুখের হবে।রিয়েল এস্টেট, সম্পত্তি, জমি, জায়গা সংক্রান্ত নানান সমস্যার সমাধান হতে পারে এবার।বাড়ি, গাড়ি এবং বিপুল পরিমাণ অর্থের মালিক হবেন।এই রাশির জাতকরা তাদের দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ করতে পারে।যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন।কাজের প্রশংসা করা যেতে পারেন।এমন পরিস্থিতিতে, সিনিয়র সহকর্মীদেরও সমর্থন পেতে পারেন। ব্যবসায়ও অনেক লাভ হবে। 

মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে আনন্দের সময়ে আসতে চলেছে।হঠাৎ করে হাতে আসবে টাকা পয়সা।ধার দেনা শোধ করে ভাল সময় বয়ে আনবে এই গজকেশরী যোগ।চাকরি ও ব্যবসা বাণিজ্য এই মুহূর্তে ভাল হতে চলেছে, ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতে পারবেন।সুখের সময় আপনাকে আঁকড়ে থাকবে।বাড়িতে ধার্মিক ও মাঙ্গলিক কাজ সম্পন্ন হবে অতি উত্তর রূপেই।সমাজে মান সম্মান প্রতিষ্ঠিত হবে ও সামাজিক উন্নতি হবে।

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য গজকেশরী রাজযোগ কুষ্ঠির নবম ঘরে তৈরি হবে।এই সময় কেরিয়ারের জন্য অত্যন্ত শুভ সময় হতে চলেছে।ধর্মীয় ও মাঙ্গলিক কাজও সফল হবে।আর্থিক উন্নতি হবে এবং জাতক-জাতিকাদের জীবনে পৃথিবী যেন হাতের মুঠোয় চলে আসবে।