আজকাল ওয়েবডেস্ক: ঘটনাটি ১৩ বছরের পুরোনো। কিন্তু এতই অবাক করা যে এত বছর পর তা ঝড় তুলেছে সমাজমাধ্যমে। সৌদি আরবে এক শেখ এমন এক কাণ্ড ঘটিয়েছেন, তা শুনে অনেকেই অবাক। পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি একই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, একজন শিক্ষিকা এবং একজন ছাত্রীকে বিয়ে করেছেন। শুধু তাই নয়, তাঁর চতুর্থ স্ত্রী অন্য একটি স্কুলের পরিদর্শক।
অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে সৌদির জিজান প্রদেশের একটি স্কুলে। ওই স্কুলেরই এক শিক্ষিকা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ঘটনাটি নিঃসন্দেহে বেশ অদ্ভুত এবং সম্ভবত এমন ঘটনা আগে শোনা যায়নি। তবে সহকর্মীরা এবং স্কুলের ছাত্রীরা বিষয়টিকে মজার ছলেই দেখে।”
তিনি আরও জানান, প্রধান শিক্ষিকা হওয়া সত্ত্বেও তাঁর অন্য দুই সতীন, অর্থাৎ ওই শিক্ষিকা এবং ছাত্রীর সঙ্গে তিনি কোনও রকম আলাদা ব্যবহার করেন না প্রধান শিক্ষিকা। ক্ষমতার অপব্যবহারও করেন না। এমনকি, চতুর্থ স্ত্রী যখন পরিদর্শনে আসেন, তখনও কোনও বিশেষ সুবিধা নেন না। তাঁর কথায়, “প্রধান শিক্ষিকা ওই শিক্ষিকা এবং ছাত্রীর সঙ্গে ঠিক তেমনই ব্যবহার করেন, যেমনটা তিনি স্কুলের বাকি কর্মী ও ছাত্রীদের সঙ্গে করে থাকেন।”
তবে ঘটনার কথা ভাইরাল হওয়ার পর প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে ওই শেখকে। একে তো বহু বিবাহ, তার উপর একই স্কুলের ছাত্রী এবং শিক্ষিকার সঙ্গে! ২০১২ সালের এই ঘটনা নিয়ে রীতিমতো ছিছিক্কার পড়ে গিয়েছে নেট পাড়ায়।