আজকাল ওয়েবডেস্কঃ বয়স ক্রমাগত বাড়তে থাকলে কালের নিয়মে সকলেরই বয়সের সেই ছাপ দেখা যায় আমাদের চোখে মুখে।ত্বক কুঁচকে যাওয়ার পাশাপাশি ঝুলে যায় চামড়াও। মুখে ভিড় বাড়ে বলিরেখাদের। মূলত এখনকার এই ব্যস্ততার মাঝে ঘরে বাইরে নানা ধরনের স্ট্রেস, অপর্যাপ্ত ঘুম এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে ৩০ বছরের পর থেকেই ত্বকে এই পরিবর্তন দেখা দিতে শুরু করে। ত্বকে কোলাজেনের উৎপাদন কমলেই এ সব সমস্যা দানা বাঁধতে শুরু করে।

ত্বকের এমন দশা মেনে নিতে পারেন না কেওই।ত্বক নিয়ে চিন্তায় তখন উদ্বেগের শেষ থাকে না। আয়নার সামনে দাঁড়িয়ে কপালে গভীর চিন্তার ভাঁজ না ফেলে নিজেই নিজের ত্বকের ত্বকের যত্ন নিন।এই ঘরোয়া উপায়ে তৈরি অ্যান্টি এজিং ফেস ক্রিমের অসামান্য ফলাফল আপনাকে অবাক করে দেবে।

দু'চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে হাফ চামচ হলুদগুঁড়ো মিশিয়ে নিন। সঙ্গে দিন একটি ভিটামিন ই ক্যাপসুল ও এক চামচ মধু। খুব ভাল করে মিশিয়ে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে রোজ মাখুন এই ক্রিম। আপনার বয়স এক ধাক্কায় ১০ বছর কম দেখাবে। মুখের দাগছোপ দূর হয়ে ত্বক হবে উজ্জ্বল ও টানটান। 

অ্যালোভেরা জেল ত্বককে হাইড্রেট রাখার মাধ্যমে নানা সমস্যাকে প্রতিরোধ করে। মুখের কালো দাগ কমাতে সাহায্য করে৷ আপনার ত্বকের রং উন্নতও করতে পারে। শুধু তাই নয়, অ্যালোভেরা ত্বককে আর্দ্র রাখে।অ্যালোভেরা জেল ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে। এটি ত্বকের র‍্যাশ, চুলকানি, রোদে পোড়া দাগ দূর করে। 
অ্যালোভেরা জেল ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াতে পারে।