আজকাল ওয়েবডেস্ক: একগুচ্ছ গোলাপের শুভেচ্ছা বা উপহার মনকে পরম আনন্দে ভরিয়ে দেয়। কিন্তু এই গোলাপকেই আপনি ত্বকের যত্নেও ব্যবহার করতে পারেন। গোলাপ জল তো আমরা ব্যবহার করেই থাকি কিন্তু গোলাপের পাপড়িও যে একইভাবে ত্বক ভালো রাখতে ও মুখের জেল্লা ধরে রাখতে কাজে দেয়, তা কি আপনি জানেন? আসছে শীতে আপনার ত্বককে মসৃণ ও কোমল রাখতে বাড়িতে গোলাপের পাপড়ি দিয়ে ক্রিম তৈরি করুন। শিখে নিন কীভাবে বানাবেন এই ক্রিম। 

একটি গোলাপের সব পাপড়িগুলো জলে একবার ধুয়ে নিন। আগেরদিন রাতে চাল ভিজিয়ে রাখুন। সেই চাল ভেজানো জল দিয়ে পাপড়িগুলোকে পাঁচ মিনিট ফুটিয়ে নিন। জল ফুটে অর্ধেক হয়ে গেলে এবং জলের রং হালকা গোলাপি হয়ে গেলে ছেঁকে ঢেলে নিন একটি পাত্রে। একটি ভিটামিন ই ক্যাপসুল কেটে দিন। সঙ্গে দিন দু'চামচ অ্যালোভেরা জেল। একটি জেলের মতো মিশ্রণ তৈরি করুন। শীতকালে শুধু মুখে নয়, শুষ্ক ত্বকের সব জায়গায় ব্যবহার করতে পারেন এই ক্রিম। শীতকালে সারাদিনে যে কোনোও সময় ত্বকে ব্যবহার করলে পুরনো জেল্লা ফিরে আসবে, টানটান মসৃণ ত্বক সকলের নজর কাড়বে। 

গোলাপের পাপড়িতে অনেক উপকারী ভিটামিন ও মিনারেল রয়েছে, যা ত্বকের জন্যে খুবই উপকারী। বিশেষ করে ত্বকের প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে বিশেষ ভূমিকা নেয় এই প্রাকৃতিক উপাদান।

গোলাপের কোমল পাপড়ি আপনার ত্বককেও মাখনের মতো নরম করে তুলতে পারে। এতে উপস্থিত ভিটামিন সি অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের দাগছোপও দূর করে এটি। প্রতিদিন ব্যবহারে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। গোলাপের পাপড়িতে থাকা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল, অ্যাস্ট্রিঞ্জেন্ট বৈশিষ্ট্য ত্বক হাইড্রেট এবং কোমল রাখে।

অ্যালোভেরা জেল ত্বকের জেল্লা বজায় রাখার জন্য আদর্শ। ডেড স্কিন সেলকে সরিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এই প্রাকৃতিক উপাদানে। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।