আজকাল ওয়েবডেস্কঃ বাবা কাকাদের সময় থেকে দাড়ি কাটার পর দু’গালে ফিটকিরি মাখার চল অনেক পুরনো। তবে শুধু অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদানের জন্য নয়, রূপচর্চাতেও সমান গুরুত্বপূর্ণ এই ফিটকিরি। এতে রয়েছে পটাশিয়াম, অ্যালুমিনিয়াম ও সালফেট। প্রদাহনাশক এবং অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে এই উপাদান সেরা। ত্বকের নানাবিধ সমস্যা দূর করতে ঘরোয়া টোটকা হিসাবে দারুণ কাজ করে।
তবে দোকানে ফিটকিরি সাধারণত জমাট বাঁধা শক্ত টুকরো অবস্থায় পাওয়া যায়। যা সরাসরি মুখে ঘষবেন না। তবে প্যাক হিসাবে মাখতে গেলে তা গুঁড়ো করে নেওয়াই শ্রেয়। ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে ও ঝকঝকে আয়নার মতো স্বচ্ছ ত্বক পেতে ফিটকিরি গুঁড়ো দিয়ে তৈরি করুন এই ঘরোয়া ফেস প্যাক।
ফিটকিরিকে গুঁড়ো করে রেখে দিন। একটি কাচের বাটিতে দু'চামচ ফিটকিরি গুঁড়ো নিন। এর উপর এক চামচ নারকেল তেল ও একটি ভিটামিন ই ক্যাপসুল কেটে দিন। ভাল করে মিশিয়ে নিয়ে একটি পেস্টের মতো তৈরি করে নিন। মুখে ব্রণের দাগের উপর বা যে কোনও দাগছোপের উপর লাগিয়ে রাখুন এই প্যাক। কিছুক্ষণ অপেক্ষা করে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে এই প্যাক ব্যবহার করতে পারেন।
মুখের সমস্ত বলিরেখা, ডার্ক সার্কেল দূর করতে অব্যর্থ এই ক্রিম।
নিয়মিত ফিটকিরি ব্যবহার করলে ত্বকের মরা কোষ দূর হয়। ত্বকের উপর জমা মৃত কোষ সরিয়ে হারানো জেল্লা ফিরিয়ে আনতেও সাহায্য করে। সেবাম উৎপাদনের ক্ষেত্রে সমতা রাখতেও সাহায্য করে। ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস-এর সমস্যা নিয়ন্ত্রণে রাখে এই উপাদান। স্কিনের জন্য সবচেয়ে উপকারী হল নারকেল তেল । স্নানের আগে নারকেল তেল ব্যবহার করুন এবং স্নানের পরেও ব্যবহার করতে পারেন । নারকেল তেল ব্যবহারের ফলে ত্বকে ময়েশ্চারাইজারের কাজ করে। যা ত্বকের টান টান ভাব কম রাখতে সাহায্য করবে ৷
