আজকাল ওয়েব ডেস্ক: সকাল বিকাল এক কাপ চা না হলে চা প্রেমীদের কিছুতেই চলে না। অথচ চা শুধু যে পানের জন্য তা তো নয়। চায়ে রয়েছে আরও অনেক উপকারিতা। চুলের যত্ন নিতে অনেকেই অনেক টোটকা কাজে লাগান। তেমনই যত্ন চা দিয়েও কিন্তু নেওয়া সম্ভব। চুল চা দিয়ে ধুতে পারেন মাঝে মাঝেই। তা হলে চুল পড়া ও চুলের নানা সমস্যা নিয়ে আর ভাবতে হবে না। চায়ের মধ্যে থাকা একাধিক পুষ্টিগুণ চুল ভাল রাখে। চুলের বেশ কয়েকটি উপকারে লাগে চা পাতার গুণ। কী সেগুলি ? দেখে নেওয়া।

একটি সসপ্যানে দু'কাপ জল দিতে হবে। ফুটতে শুরু করলে একবাটি চাল দিন। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন।চাল সামান্য সেদ্ধ হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। চালের সঙ্গে চায়ের লিকার সামান্য থাকবে সেইভাবেই নামাবেন। 

মনে রাখবেন , এই মিশ্রণটি গরম থাকলে কোনও কাজ হবে না। হালকা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। থকথকে এক রকম প্যাক তৈরি হলে এতে দু'চামচ করে অ্যালোভেরা জেল, অলিভ অয়েল ও অর্ধেক লেবুর রস মিশিয়ে নিন। আপনার চুলের ঘনত্ব অনুযায়ী সমস্ত উপকরণগুলো নিতে হবে।স্নানের আগে স্ক্যাল্পের সব জায়গায় এবং চুলে লাগিয়ে রাখুন এই প্যাক। আধঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন।

এই হেয়ার প্যাক খুশকি ও চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। চায়ের মধ্যে ক্যাফেইন কন্টেন্ট রয়েছে।‌ এই বিশেষ উপাদানটি চুলে পুষ্টি জোগায়।‌ ফলে কেরাটিন উৎপাদন বেড়ে যায়।‌ যা চুল বড় হওয়ার জন্য জরুরি।

চুলের জেল্লা বাড়াতেও সাহায্য করে। লিকার চা দিয়ে চুল ধুলে হাইড্রেটেড থাকে একই সঙ্গে চুলের ড্যামেজ কম হয়, ফলে চুলের জেল্লা বাড়ে। চালের জলে প্রচুর উপকারী উপাদান রয়েছে। যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট। যা আপনার চুলের জন্য ভালো। এছাড়াও এতে আছে ভিটামিন বি, সি এবং ই। যা চুলের বৃদ্ধিতে সাহায্য় করে।

চুল মজবুত করে ও ঘন করে। এতে আছে অ্যামিনো অ্যাসিড। যার সাহায্যে চুল লম্বা হতে খুব বেশি সময় লাগে না। সপ্তাহে ২-৩বার ব্যবহার করলে ফল পাবেন আপনি।