আজকাল ওয়েব ডেস্কঃ চাল ডাল মিশিয়ে মানেই আমরা বুঝি খিচুড়ি।কিন্তু ত্বকের যত্নে মুসুর ডাল ও চাল ভীষন কার্যকরী ভূমিকা পালন করে।এর থেকে তৈরি মিশ্রণ শরীরের সমস্ত ধুলো ময়লাকে টেনে বের করে দেয়।ট্যান পড়ে যাওয়া জায়গায় ফর্সা ও উজ্জ্বলতা ফিরে আসে। জেনে নিন বাড়িতে কীভাবে সম্ভব এই উবতান বানানো।
এক কাপ মুসুর ডাল ও দেড় কাপ চাল নিন। সঙ্গে নিন কিছু গোলাপের শুকিয়ে যাওয়া পাঁপড়ি।মিক্সারে গুঁড়ো করে নিন সব উপকরণগুলো।একটি বাটিতে ঢালুন চাল ডালের গুঁড়োটা। দেড় চামচ করে বেসন, কফি পাউডার ও মুলতানি মাটি মিশিয়ে দিন।এক চামচ হলুদগুঁড়ো দিন। সমস্ত উপকরণগুলো একটি এয়ারটাইট জারে ঢেলে রাখুন। একটি বাটিতে দু'চামচ এই মিশ্রণ নিয়ে ত্বকের ধরণ অনুযায়ী এই গুঁড়োর সঙ্গে গোলাপ জল, দুধ বা দই মিশিয়ে নিন। সপ্তাহে কমপক্ষে চারদিন এই ঘরোয়া উবতান দিয়ে স্নানের আগে হাত পা ,পিঠের পিছনে, ঘাড়ে এবং মুখে মাখুন।সাবান ও ফেসওয়াশের থেকে দ্বিগুণ উজ্জ্বলতা পাবেন, সেটি নিজে ব্যবহার করে দেখুন।
বিশেষ করে সপ্তাহে ছুটির দিনে ঘরোয়াভাবে ত্বক এক্সফোলিয়েট করতে চাইলে এই মুসুর ডাল দিয়ে তৈরি এই উবতান ব্যবহার করা যায়। মুখের উপরিভাগে জমে যাওয়া মৃত কোষ উঠে যায় সহজেই।আপনার ত্বকের ট্যান সরিয়ে ফেলতে সাহায্য করে।এটি আপনার ত্বকও পরিষ্কার রাখে।ত্বকে আর্দ্রতার জোগান দিতে সাহায্য করে।এছাড়া তেল নিয়ন্ত্রণ করে।তাই সহজেই অ্যাকনে হয় না।
চালের গুঁড়োতে অ্যান্টি-ইনফ্লেম্যাটরি উপাদান রয়েছে, যা র্যাশ, চুলকানির মতো সমস্যা থেকে মুক্তি দেয়।মুসুর ডালে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিড্যান্ট, প্রোটিন, আয়রন, ক্যালশিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ফলিক অ্যাসিড, ভিটামিন বি৬, বি২, সি থাকে।এই ডালে থাকা ফাইবার ডিটক্সিফিকেশনে সাহায্য করে এবং ত্বক পরিষ্কার করে।তাই ত্বকের যত্নে মুসুর ডালের ভূমিকা অনেক।
